Opposition Meeting : নৈশভোজে পাশাপাশি সনিয়া-মমতা, বিরোধী জোটের মেগা বৈঠকে দ্বন্দ্ব কাটিয়ে কি বন্ধুত্ব ?
Mamata Banerjee- Sonia Gandhi : বিজেপি বিরোধী দলগুলি ফের একজোট। কর্নাটকের রাজধানীতে বসেছে বিরোধী দলগুলির দু'দিনব্যাপী বৈঠক। যেখানে সোমবার অবশ্য আলোচনা নয়, রইল শুধু সৌহার্দ্যের বার্তা।
বেঙ্গালুরু : দ্বন্দ্ব কাটিয়ে কি বন্ধুত্ব হবে ? নাকি বাংলার কুস্তি প্রভাব ফেলবে দিল্লি দোস্তিতে ? মঙ্গলবারের মেগা বৈঠকের প্রাক্কালে অবশ্য ডিনার টেবিলে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সনিয়া গান্ধী (Sonia Gandhi)। তৃণমূল সুপ্রিমো ও কংগ্রেস নেত্রীর সঙ্গেই এম কে স্ট্যালিন, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব থেকে উদ্ধব থাকরে, প্রাক বৈঠক নৈশভোজে হাজির ছিলেন সকলেই। তাঁদের পিছনে জ্বলজ্বল করল বার্তাও 'ইউনাইটেড ইউ স্ট্যান্ড' (United We Stand)।
পাটনার পর এবার বেঙ্গালুরু। বিজেপি (BJP) বিরোধী দলগুলি ফের একজোট। কর্নাটকের রাজধানীতে বসেছে বিরোধী দলগুলির দু'দিনব্যাপী বৈঠক। যেখানে সোমবার অবশ্য আলোচনা নয়, রইল শুধু সৌহার্দ্যের বার্তা। মঙ্গলবার রয়েছে মেগা বৈঠক। যে বৈঠকের আগে সোমবার ছিল ডিনার। যেখানে পাশাপাশি বসেছিলেন সনিয়া ও মমতা। যে দৃশ্য অবশ্যই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অস্বস্তি বাড়াবে। কারণ, বঙ্গে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বেলাগাম হিংসা নিয়ে ক্রমশ তৃণমূল সরকারকে নিশানা করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেখানে বেঙ্গালুরুতে পাশাপাশি বসে ডিনার ও মমতা-সনিয়ার 'ইউনাইটেড বার্তা' জাতীয় ও রাজ্য রাজনীতির মোড় আগামী দিনে কোনদিকে ঘোরায়, সেটাই দেখার। ডিনারের সেরে বেরোনোর পথে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য চেনা 'ভিকট্রি সাইন' দেখিয়ে ইতিবাচক আলোচনার ইঙ্গিত দিয়েছেন।
আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) । যার আগে বিজেপি (BJP) বিরোধী শক্তিগুলির একছাতার তলায় আসার সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। বেঙ্গালুরুতে একত্রিত হয়েছে ২৬ টি বিরোধী দল। আর সেই বৈঠক ঘিরে পাল্টা শক্তি প্রদর্শনের রাস্তায় হেঁটেছে বিজেপও। দিল্লিতে বিজেপির নেতৃত্বে ৩৮ দলের বৈঠক ডেকেছে এনডিএ জোট।
এদিকে, যে বৈঠক নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'বৈঠকের কোনও ভবিষ্যত নেই। বারে বারে হয়। ১৯-এ হয়েছিল। যারা যুক্ত হয়েছেন, তারা পরিবারকে বাঁচাতে চাইছে। সারদা মামলায় প্রত্যক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কতটা জড়িয়ে ছিলেন সেই সম্পর্কিত যাবতীয় নথি আমি আগামী দু-একদিনের মধ্যে সিবিআই এর ডাইরেক্টর এর কাছে পেশ করব।'
আরও পড়ুন- কৃষকবন্ধু-দের জন্য একাধিক সুবিধা দিচ্ছে রাজ্য , নাম লেখাতে কীভাবে ধাপে ধাপে এগোবেন ?
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial