Pahalgam Terror Attack: গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েই খুঁড়ে ফেলে সেনা, প্রচুর জল ঢোকায় আর পাকিস্তানে পালাতে পারেনি জঙ্গিরা
Operation Mahadev: সূত্রের খবর, মৃত জঙ্গিদের থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একটি এম৯ এবং দুটো একে৪৭- এগুলি শেষবার ব্যবহার করা হয়েছিল ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলার সময়েই।

পহেলগাঁও হামলার তিন মাস্টারমাইন্ড সুলেমান, আফগানি এবং জিবরানকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনার অপারেশন মহাদেবে নিকেষ করা হয়েছে এই তিন জঙ্গিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই জঙ্গিরা যাতে কোনওভাবেই পাকিস্তানে ফিরে যেতে না পারে, সেটাই প্রাথমিক লক্ষ্য ছিল নিরাপত্তাবাহিনীর। আর সেই ব্যবস্থা করতে গিয়েই ৮ কিলোমিটার লম্বা একটি সুড়ঙ্গের হদিশ পায় সেনা। পাকিস্তানে পালিয়ে যাওয়ার জন্য এটা ছিল আদর্শ পথ। তাই যেনতেনপ্রকারেণ এই পথ বন্ধ করার জন্য মরিয়া হয়েছিল নিরাপত্তাবাহিনী। অনুপ্রবেশের জন্যও সম্ভবত এই গুপ্ত সুড়ঙ্গেরই ব্যবহার করেছিল জঙ্গিরা। তাই এই গুপ্তপথের হদিশ পাওয়ার পর আর সময় নষ্ট করেনি সেনাবাহিনী। এই সুড়ঙ্গ খুঁড়ে ফেলা হয়। তার ফলেই প্লাবিত হয় এই গোপন রাস্তা। আর পাকিস্তানে পালিয়ে যেতে পারেনি জঙ্গিরা। গা-ঢাকা দিতে হয় এদেশেরই ভূখণ্ডে। কিন্তু শেষ পর্যন্ত তাদের খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী।
এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে। মৃত জঙ্গিদের থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একটি এম৯ এবং দুটো একে৪৭- এগুলি শেষবার ব্যবহার করা হয়েছিল ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলার সময়েই। ওই হামলার পর তিনমাস ধরে লুকিয়ে ছিল জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীর সন্দেহ স্থানীয় বাসিন্দাদের একাংশের মদতেই ঘন জঙ্গলের গোপন ঘাঁটিতে এতদিন লুকিয়ে থাকতে পেরেছিল জঙ্গিরা। তবে শেষ রক্ষা হয়নি। এই পাক জঙ্গিদের নিকেষ করেছে সেনা। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগরের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার এলাকায় হানা দেয় নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। দু'পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত থাকা এই তিন পাকিস্তানি জঙ্গি। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যখন সেখানে গিয়েছিলেন, তখনই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোটা পরিকল্পনা ছকে নিয়েছিলেন তিনি। আর তখনই ঠিক হয়, যাই হোক না কেন, জঙ্গিদের পাকিস্তানে পালাতে দেওয়া যাবে না কোনওভাবেই। সেই পরিকল্পনা অনুসারেই চালানো হয়েছে বাকি অভিযান। পহেলগাঁও হামলার তিনমাস পর অবশেষে সাফল্য পেয়েছে সেনাবাহিনী।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে 'মিনি সুইৎজারল্যান্ড' নামে পরিচিত বৈসারন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। ঘুরতে আসা নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। বিশেষ করে হিন্দু পুরুষদের বেছে বেছে নিশানা করা হয়। এই ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৫ জন পর্যটক এবং স্থানীয় এক টাট্টু ঘোড়াচালক।






















