Pakistan News: সাংসারিক অশান্তিতে স্ত্রীর পা কেটে নিল স্বামী, এবার ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে
Domestic Violence: পাকিস্তানের সরগোদা থেকে এই ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে মজহার বলে শনাক্ত করেছে পুলিশ।

ইসলামাবাদ: উপমহাদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ যে লাগাতার বেড়ে চলেছে, ফের তার উদাহরণ সামনে এল। দাম্পত্য কলহের জেরে এবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পা কেটে নেওয়ার অভিযোগ সামনে এল। ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ। (Pakistan News)
পাকিস্তানের সরগোদা থেকে এই ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে মজহার বলে শনাক্ত করেছে পুলিশ। মজহর ২২ বছর বয়সি, স্ত্রী ইকরা বিবির পা কেটে নিয়েছে বলে অভিযোগ। ডক্টর ফয়জল মাসুদ টিচিং হাসপাতালে চিকিৎসা চলছে ইকরার। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। (Domestic Violence)
পাকিস্তানের Dawn জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে যেমন অশান্তি হয়, তেমন সামান্য় ঝামেলা হয়েছিল। তাতেই স্ত্রীকে প্রথমে বেঁধে ফেলে মজহার। এর পর মাংস কাটার চাপাতি দিয়ে স্ত্রীর পা কেটে নেয় সে। ঘটনার পরই গা ঢাকা দেয় মজহর। তাকে নাগালে পেতে তল্লাশি অভিযানে নামে পুলিশ। শেষ পর্যন্ত সরগোদা চকে যাও বা হদিশ মেলে, পুলিশ দেখে এক সহযোগীর সঙ্গে মিলে গুলি চালাতে শুরু করে মজহর। এর পাল্টা পুলিশও গুলি ছুড়তে শুরু করে। তাতেই আহত হয় মজহর। সেই অবস্থায় গ্রেফতার করা হয় তাকে। মজহরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলা দায়ের হয়েছে তার সহযোগীর বিরুদ্ধেও। কিন্তু মজহরের সহযোগী পালিয়েছে বলে খবর।
এই ঘটনায় ফের পাকিস্তানে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মহিলাদের বিরুদ্ধে বরাবরই অপরাধ ঘটে সেখানে। যে কারণে জনসমাজে মহিলাদের গতিবিধি, ভূমিকাও সীমিত। পাকিস্তানে মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসেরও যথেষ্ট অভাব রয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, বাল্যবিবাহ, গার্হ্যস্থ হিংসাই পাকিস্তানে মহিলাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে তেমন আইন নেই দেশে। এমনকি ধর্ষণ মামলার নিয়মকানুনেও বেশ ফাঁক রয়েছে। বিশেষ করে গার্হস্থ্য হিংসার ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে অভিযোগই জমা পড়ে না। যে কারণে দোষী সাব্যস্ত হওয়ার হারও ১-২.৫ শতাংশ।
আবার দফায় দফায় আইন আনা হলেও, ভারতেও মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমার নাম নেই। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ, নারী নির্যাতন, খুনের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি গ্রেটার নয়ডায় এক তরুণীকে পুড়িয়ে মারার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, পণের ৩৬ লক্ষ টাকা আদায় করতে তরুণীর উপর অত্যাচার চালাচ্ছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গত বৃহস্পতিবার প্রথমে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এর পর গায়ে তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মারা গিয়েছেন ওই তরুণী।






















