Indian Pakistan News: ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা পাকিস্তানি হ্যাকারদের! সাইবার হানা ব্যর্থ করল ভারত
Indian Army Website Hack: একদিকে সীমান্ত সন্ত্রাসে মদত, আরেক দিকে সাইবার হানার ব্যর্থ চেষ্টা। জানা গিয়েছে, শ্রীনগর, রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে।

নয়া দিল্লি: টানটান উত্তেজনা সীমান্তে। পহেলগাঁও হামলার পর এখনও গুলিবর্ষণ চলছে নিয়ন্ত্রণরেখা বরাবর। সোমবার রাতেও সীমান্তে গুলিবর্ষণ চলে। এর মধ্যে এবার ভারতীয় সেনার সাইবার স্পেসে ঢোকার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। জানা গিয়েছে, ভারতীয় সেনার সাইবার স্পেসেও ঢোকার চেষ্টা করেছে পড়শি দেশ।
একদিকে সীমান্ত সন্ত্রাসে মদত, আরেক দিকে সাইবার হানার ব্যর্থ চেষ্টা। জানা গিয়েছে, শ্রীনগর, রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে। আর্মি পাবলিক স্কুল-সহ ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে বলে খবর। আর্মি ওয়েলফেরার হাউজিং অর্গানাইজেশনের ওয়েবসাইটও হামলার চেষ্টা। ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা পাকিস্তানি হ্যাকারদের।
পহেলগাঁও হামলার পর পাক গোয়েন্দা সংস্থা ISI-এর নতুন ছক প্রকাশ্যে এসেছে। ভারতকে অশান্ত করার পাক চক্রান্ত ফাঁস হয়েছে। ভারতীয় অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টা। সেনারা যে গাড়িতে যাতায়াত করেন, তার রাস্তা জানার চেষ্টা ISI-এর। হোশিয়ারপুরে সেনা নিয়ে যাওয়া ট্রেনের সম্পর্কেও খোঁজখবর নেওয়ার চেষ্টা। মুকেরিয়া, পাঠানকোট, ভটিন্ডায় ফোন করে গোপন তথ্য নেওয়ার চেষ্টা, খবর সূত্রের। ISI এজেন্টদের ফোনে কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে। কোন পথে প্রত্যাঘাত করতে পারে ভারত, তা বুঝতে না পেরেই কি তথ্য জানার চেষ্টা চালাচ্ছে ISI?নাকি নতুন করে কোনও হামলার ছক কষছে ISI?
এই প্রেক্ষাপটে কোন ভাষায় পাকিস্তানকে জবাব, এ নিয়ে আজ দিল্লিতে জরুরি বৈঠক বসেছে। বৈঠকে BSF, অসম রাইফেলস, NSG, CRPF, SSB, CISF। একাধিক কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। পাল্টা প্রত্যাঘাতের প্রস্তুতি। জঙ্গি নাশকতার জবাব দিতে তৈরি সেনাবাহিনী, তৈরি পুলিশ বাহিনী। এবার সেনা ও পুলিশের যৌথ মহড়ার ছবি এল প্রকাশ্যে।
কাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা। কাল সকালেই নিরাপত্তা বিষয়ক কমিটির ক্যাবিনেট কমিটির বৈঠকের সম্ভাবনা।























