No Confidence Motion: 'মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা'
Parliament Monsoon Session 2023 Live: অনাস্থা-বিতর্কে অংশ নিয়ে মোদি সরকারকে নিশানা রাহুলের
LIVE

Background
Monsoon Session Live: 'ইউপিএ-র চরিত্রটাই দুর্নীতিতে ভরা, এনডিএ সিদ্ধান্তের রাজনীতি করে'
'অটলবিহারী বাজপেয়ীর সময় অনাস্থায় ১ ভোটে হেরে গিয়েছিল সরকার। কিন্তু অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা সংসদের আদেশ মেনে নেব।'
No Confidence Motion: 'মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা'
'মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা। ইউপিএ জমানার দুর্নীতির সবাই দেখেছে। অনাস্থা ঠেকাতেও নরসিংহ রাওয়ের সময় দুর্নীতি হয়েছিল। নরসিংহ রাওয়ের সময় অনাস্থা ঠেকাতে ঘুষ দেওয়া হয়েছিল। দুর্নীতির দায়ে নরসিংহ রাওকে জেলেও যেতে হয়েছিল।'
Monsoon Session Live: 'ইউপিএ-র চরিত্রটাই দুর্নীতিতে ভরা, এনডিএ সিদ্ধান্তের রাজনীতি করে'
'দুর্নীতি, পরিবারতন্ত্র, তোষণ কুইট ইন্ডিয়া। ইউপিএ জমানার কলঙ্কজনক অধ্যায় দেখেছে গোটা দেশ। ইউপিএ-র চরিত্রটাই দুর্নীতিতে ভরা, এনডিএ সিদ্ধান্তের রাজনীতি করে।'
No Confidence Motion: অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে অমিত শাহের মুখে 'পরিবারতন্ত্র'
অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে অমিত শাহের মুখে 'পরিবারতন্ত্র'। 'দুর্নীতি, পরিবারতন্ত্র, তোষণের রাজনীতির বিরুদ্ধে মোদি সরকার। তাই দুর্নীতি পরিবারতন্ত্র, তোষণকে ভারত ছাড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।'
Monsoon Session Live: 'স্বাধীনতার পর যদি কোনও সরকারের ওপর সবথেকে বেশি আস্থা থাকে, সেটা হল মোদি সরকার'
'স্বাধীনতার পর যদি কোনও সরকারের ওপর সবথেকে বেশি আস্থা থাকে, সেটা হল মোদি সরকার। ৩০ বছর পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে দেশ পেয়েছে মোদি সরকার। কোনও ছুটি না নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৭ ঘণ্টাই কাজ করেন নরেন্দ্র মোদি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
