Passport At Post Office : পোস্ট অফিসেই পাসপোর্টের সুযোগ, জেনে নিন আরও কী কী সুবিধা ?
পোস্ট অফিসের কমন সার্ভিস সেন্টার থেকেই পাবেন পাসপোর্ট করার সুবিধা।এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের সেন্টারগুলিতে যান। সম্প্রতি এই বিষয়ে ট্যুইট করেছে ইন্ডিয়া পোস্ট।
নয়া দিল্লি: দূরের পাসপার্টে কেন্দ্রে ছুটতে হবে না। পাশের পোস্ট অফিসেই পাওয়া যাবে পাসপোর্টের সুবিধা। নতুন এই পরিষেবা শুরু করেছে ইন্ডিয়া পোস্ট।
একের পর এক চমক। পোস্ট অফিসের ভোল বদলাতে উঠেপড়ে লেগেছে ইন্ডিয়া পোস্ট। ঘরে বসেই আধার কার্ডের মোবাইল নম্বর বদলানোর সুবিধা দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। পোস্ট ম্যানের মাধ্যমেই আধার কার্ডের মোবাইল নম্বর বদলাতে পারবেন আপনি। এবার জনস্বার্থে আরও এক পরিষেবা শুরু করেছে ইন্ডিয়া পোস্ট। পোস্ট অফিসের 'কমন সার্ভিস সেন্টার' থেকেই পাবেন পাসপোর্ট করার সুবিধা।
সম্প্রতি এই বিষয়ে ট্যুইট করেছে ইন্ডিয়া পোস্ট। যেখানে বলা হয়েছে, ''স্থানীয় পোস্ট অফিসের সিএসসি কাউন্টার থেকেই পাসপোর্টের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করুন। এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের সেন্টারগুলিতে যান।'' দেশে পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র' ও 'পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র'কে দায়িত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের পাসপোর্ট ইস্যু ও রি-ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে এই কেন্দ্রগুলিকে।এ ছাড়াও এখান থেকেই পাসপোর্ট সম্পর্কিত বেশকিছু পরিষেবা দেওয়া হয় । এ সম্পর্কে বিশদে জানতে
passportindia.gov.in-এ যেতে হবে আবেদনকারীকে। কেউ চাইলেই পাসপোর্ট অফিসে সরাসরি আবেদন করতে পারবেন না।
নতুন নিয়ম অনুসারে আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে পাসপোর্ট সেবা কেন্দ্রে। অনলাইনে আবেদন করার পর ব্যক্তিকে তাঁর আবেদনের কপি, প্রামাণ্য নথি নিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে যেতে হবে। এই ক্ষেত্রে প্রামাণ্য নথির অরিজিনাল নিয়ে সেবা কেন্দ্রে যেতে হবে আবেদনকারীকে। অনলাইনে আবেদন করার পরই যাবতীয় নথি নিয়ে পোস্ট অফিসে যেতে পারবেন পাসপোর্ট-প্রার্থী। আবেদন না করে সরাসরি পোস্ট অফিসে যাওয়া যাবে না।
সম্প্রতি করদাতাদের ট্যাক্স জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে এগিয়ে এসেছে ইন্ডিয়া পোস্ট। নতুন নিয়ম অনুসারে পোস্ট অফিসের কমন সার্ভিসেস সেন্টার (CSC) কাউন্টারে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন। ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ঘোষণার পর হাঁফ ছেড়ে বেঁচেছে বহু মানুষ। বিশেষ করে নতুন আয়করের ওয়েবসাইট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় স্বস্তি পাবে সাধারণ করদাতা।