Midnapore News :চিপস কুড়িয়েই পেয়েছিল, চুরি নয়; মিথ্যে বলেনি ক্লাস সেভেনের পড়ুয়া, প্রকাশ্যে CCTV ফুটেজ
ABP Ananda LIVE : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চুরির অপবাদে আত্মহত্য়ার অভিযোগ সপ্তম শ্রেণির পড়ুয়ার। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এল। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, মিথ্য়ে বলেনি ওই পড়ুয়া।
মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর স্টেশনে রেল অবরোধ
এবার মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর স্টেশনে রেল অবরোধ। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা-লক্ষ্মীকান্তপুর লাইনে ২টি স্টেশনে ট্রেন অবরোধ। সকাল ৬টা থেকে মথুরাপুর স্টেশনে ট্রেন অবরোধ মহিলা যাত্রীদের। অবরোধের জেরে আটকে বেশ কয়েকটি আপ ট্রেন । সকাল সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ চলে। GRP ও পুলিশের আশ্বাসে দেড়ঘণ্টা পর ওঠে অবরোধ ।
নামখানা-লক্ষ্মীকান্তপুর লাইনের গোচরণ স্টেশনেও আধঘণ্টা রেল অবরোধ করে যাত্রীরা
শুরু নীতি আয়োগের বৈঠক, বয়কট তৃণমূলের
পাকিস্তানকে প্রত্যাঘাতের মধ্যেই আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বয়কট তৃণমূলের। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।




















