বাঁকুড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় গ্যাস পাইপ লিক, দমবন্ধ হয়ে মৃত ২ শ্রমিক, অসুস্থ ৮
কালীপুজোর দিন বাঁকুড়ার বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় গ্যাস পাইপে লিক।

বাঁকুড়া: কালীপুজোর দিন বাঁকুড়ার বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় গ্যাস পাইপে লিক। দমবন্ধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু। অসুস্থ ৮ শ্রমিক হাসপাতালে ভর্তি। মৃতদের নাম - অমর পাণ্ডে ও বিন্দোল ভুঁইয়া। বছর তিরিশের অমর ওড়িশার বাসিন্দা ছিলেন। ২৭ বছরের বিন্দোলের বাড়ি পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোরায়। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে আটটা নাগাদ ফার্নেসের পাশে থাকা গ্যাস পাইপ আচমকা লিক করে। ঘটনাস্থলে ২ শ্রমিকের মৃত্যু হয়। গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে পড়েন আটজন শ্রমিক। তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুঘর্টনা প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।






















