Live updates: জলপথে বেলুড় মঠে পৌঁছলেন প্রধানমন্ত্রী

Background
কলকাতা: আজ রাজভবনে হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক। আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যোগ দেবেন পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে।
আমি আনন্দিত ও উৎসাহিত যে আজ এবং আগামী কাল আমি পশ্চিম বঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী র পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়া র সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা
— Narendra Modi (@narendramodi) January 11, 2020
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে একাধিক সংগঠন। নো এনআরসি মুভমেন্ট, জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি সহ কয়েকটি সংগঠন কৈখালি ও ওয়াই চ্যানেলে অবরোধের কর্মসূচি নিয়েছে। পাশাপাশি রাজভবনের গেটেও রয়েছে অবরোধ কর্মসূচি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে কয়েক জায়গায় বদল আনা হয়েছে। বিমানবন্দর থেকে তাঁকে কপ্টারে রেস কোর্স আনার বিকল্প চিন্তা হয়েছে। মিলেনিয়াম পার্ক থেকে সড়কপথের বদলে জলপথে যাবেন বেলুড়। প্রধানমন্ত্রীর জলপথে সফরের জন্য ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে একটি বাতানুকূল লঞ্চ। সেই লঞ্চ নিয়ে বেলুড় পর্যন্ত ট্রায়াল রান দিয়েছে এসপিজি। মিলেনিয়াম পার্কের পাশে যে জেটিঘাট আছে, সেখান থেকে ছাড়বে লঞ্চ।
দেখে নিন তাঁর সফরসূচি
আজ দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ দমদমে নামবে প্রধানমন্ত্রীর বিমান। সেখানে তাঁকে স্বাগত জানাবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দুপুর ৩টে ২৫-এ তাঁর বিমান বন্দর থেকে বায়ুসেনার এমআই-১৭ কপ্টারে রেস কোর্স রওনা দেবেন প্রধানমন্ত্রী। ৩টে ৪৫ মিনিটে রেসকোর্সের হেলিপ্যাডে নামবে তাঁর কপ্টার। ৩টে ৫৫ মিনিটে রেসকোর্স থেকে সড়কপথে রাজভবন যাবেন তিনি। এরপর বিকেল ৫.৩০ নাগাদ ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী। তারপর ৬টা ৪৫-এ যাওয়ার কথা মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে। এরপর সন্ধে ৭টা ২০ মিনিটে তাঁর মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় রওনা দেওয়ার কথা। রাত ৮টা ২০ মিনিটে গঙ্গার জেটি থেকে তিনি সড়কপথে পৌঁছবেন বেলুড় মঠ। রাত সাড়ে দশটায় বেলুড় থেকে মিলেনিয়াম পার্কে ফিরবেন তিনি। আর রাত ১০টা ৩৫ মিনিটে মিলেনিয়াম পার্ক থেকে সড়কপথে তিনি ফিরে যাবেন রাজভবনে।






















