USA: ফের রক্তাক্ত মার্কিন মুলুক, স্কুলে চলল গুলি, গুরুতর আহত ২ ছাত্র
USA School Shoot: জানা গিয়েছে দুই স্কুল ছাত্রকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এর মধ্যে একজন মারাত্মকভাবে আহত হয়েছে।
মিনিয়াপোলিস: মার্কিন মুলুকে ফের রক্তাক্ত স্কুল চত্বর। বুধবার মিনিয়াপোলিস স্কুলের বাইরে দুই ছাত্রকে গুলি করার ঘটনায় উত্তপ্ত হল শহরের একাংশ। জানা গিয়েছে দুই স্কুল ছাত্রকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এর মধ্যে একজন মারাত্মকভাবে আহত হয়েছে।
রিচফিল্ডের পুলিশ প্রধান জে হেনথর্ন বলেছেন, শিক্ষার্থীদের লক্ষ্য করে দুপুর ১২টা ০৭ মিনিটে গুলি করা হয়েছে। বেঁচে যাওয়া ছাত্রকে স্থানীয় হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। হেনথর্ন বলেন, সন্দেহভাজনরা পালিয়ে গেছে এবং পুলিশ এলাকাটি অনুসন্ধান করছে। তিনি বলেন, "রিচফিল্ড শহরে এটি একটি দুঃখজনক দিন।"
সাউথ এডুকেশন সেন্টারের ওয়েবসাইট অনুসারে প্রায় ২০০ জন ছাত্র রয়েছে। সুপারিনটেনডেন্ট সান্দ্রা লেভান্ডোস্কি বলেন, স্কুলের সামনের প্রবেশপথের কাছে ছাত্রদের গুলি করা হয়। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে অভিভাবক ও শিক্ষার্থীদের ডাকা হচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য।
মিনিয়াপলিস স্টার ট্রিবিউন জানিয়েছে যে সেপ্টেম্বরে একজন ছাত্র তার ব্যাকপ্যাকে একটি বন্দুক নিয়ে আসার পরে পুলিশকে স্কুলে ডাকা হয়েছিল। শিক্ষার্থীরা স্কুলের কর্মীদের সতর্ক করেছিল সেই সময়। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। মুখপাত্র রাচেল হিকস জানিয়েছিলেন স্কুলের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর আগে বন্ধ থাকলেও এই ঘটনার পর তা চালু করা হয়েছে।
এক বছর আগেই মিশিগানে নিজের স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়েছিল আমেরিকা। ১৫ বছরের কিশোরের গুলিতে স্কুল প্রাঙ্গণেই প্রাণ হারাল ৩ পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮ জনকে। স্কুলের কর্তৃপক্ষদের মতে, আমেরিকায় কোনও স্কুলে এক বছরে এত মর্মান্তিক ঘটনা ঘটেইনি।