কর্তব্যরত অবস্থায় প্রাণ দেওয়া ৩৫,০০০-এর বেশি পুলিশকর্মীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর
১৯৫৯-এ লাদাখের হট স্প্রিং এলাকায় চিনা সেনার আচমকা হামলায় শহিদ হন ১০ জন পুলিশকর্মী। তাঁদের স্মরণে পালন করা শুরু হয় ন্য়াশনাল পুলিশ কমেমোরেশন ডে।
On #PoliceCommemorationDay, I bow to the great martyrs who fought till their last breath to keep our nation safe.
Their commitment towards the motherland inspires each and every Indian.
We are proud of our police personnel for their distinguished service & unparalleled courage. pic.twitter.com/YWtFRHmUHu
— Amit Shah (@AmitShah) October 21, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভয়ঙ্কর অপরাধ থেকে আইনশৃঙ্খলা রক্ষা করা, বিপর্যয় মোকাবিলায় সাহায্য থেকে করোনার বিরুদ্ধে লড়াই- পুলিশকর্মীরা কোনও ইতস্তত না করেই সব সময় তাঁদের সেরাটা দেন। যেভাবে তাঁরা সব সময় দেশের মানুষকে সাহায্য করেন, তাতে আমরা গর্বিত। তাঁদের বলিদান এবং সহায়তা সব সময় স্মরণ করবেন মানুষ।
Police Commemoration Day is about expressing gratitude to our police personnel and their families all across India. We pay tributes to all the police personnel martyred in the line of duty. Their sacrifice and service would always be remembered. pic.twitter.com/69gkT1yH24
— Narendra Modi (@narendramodi) October 21, 2020
From preserving law and order to solving horrendous crimes, from assistance in disaster management to fighting COVID-19, our police personnel always give their best without hesitation. We are proud of their diligence and readiness to assist citizens. pic.twitter.com/fI2ptv3A1J
— Narendra Modi (@narendramodi) October 21, 2020
১৯৫৯-এ লাদাখের হট স্প্রিং এলাকায় চিনা সেনার আচমকা হামলায় শহিদ হন ১০ জন পুলিশকর্মী। তাঁদের স্মরণে পালন করা শুরু হয় ন্য়াশনাল পুলিশ কমেমোরেশন ডে।