Kathua Encounter: জম্মুতে গুলির লড়াইয়ে শহিদ পুলিশ আধিকারিক, জইশ জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি
Jammu News: জম্মুর কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবলের। জখম আর দুই পুলিশ আধিকারিক।
কাঠুয়া: জম্মুর কাঠুয়া (Kathua) এলাকার মান্ডলি এলাকায় লুকিয়ে রয়েছে ৩ থেকে ৪ জন জইশ-মহম্মদ (Jaish-e-Mohammad) জঙ্গি। শনিবার এই খবর পাওয়ার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তারপর শুরু হয়ে গুলির লড়াই। রবিবার সকালেও সেই গুলির লড়াই চলছে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ফলে এখনও পর্যন্ত সেখানে জম্মু ও কাশ্মীর পুলিশের (J&K Police) একজন হেড কনস্টেবল শহিদ হয়েছেন। পাশাপাশি জখম হয়েছেন একজন ডেপুটি পুলিশ সুপার ও এএসআই)। জঙ্গিরা নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে আটকা পড়লেও এখনও পর্যন্ত কোনও জঙ্গির খতম হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, কাঠুয়া এলাকায় বিধানসভা নির্বাচন চলাকালীন হামলা চালানোর ছক ছিল ওই জইশ-ই-মহম্মদ জঙ্গিদের। গোপন সূত্রে খবর পেয়ে তাদের ছক বানচাল করার জন্য শনিবার থেকে কাটুয়ার মান্ডলি এলাকায় ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ ও স্পেশাল ফোর্সের জওয়ানরা তল্লাশি চালানো শুরু করেন। এখনও সেখানে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সিনিয়র আধিকারিকরা উপস্থিত রয়েছেন।
#WATCH | Kathua, J&K | Encounter continues in the Mandli area. One Police personnel, HC Bashir Ahmed has lost his life. One ASI and Dy. SP OPS sustained bullet injuries.
— ANI (@ANI) September 29, 2024
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/jM3NRfua49
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কাঠুয়ার বিল্লাওয়ার এলাকার ধানা পারোলে এলাকায় তল্লাশি চালানোর সময় জইশ জঙ্গিদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলির জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়াতে আগামী পয়লা অক্টোবর তৃতীয় দফার ভোটের দিন জইশ জঙ্গিরা নাশকতার ছক কষেছিল। আগে থেকে তাদের সেই পরিকল্পনার কথা জানতে পেরে শনিবার থেকে কাঠুয়ার মান্ডালি এলাকার কগ গ্রামে যৌথ তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলি। এরপর থেকে সেখানে উভয়পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টার চলার সময় ভারতীয় সেনার ছোঁড়া রকেট লঞ্চারে দুই জঙ্গি এখনও পর্যন্ত খতম হয়েছে বলে সূত্রের খবর।