(Source: ECI/ABP News/ABP Majha)
Agartala TMC: আগরতলা পুরসভার জন্য ‘নবরত্ন’ কর্মসূচি ঘোষণা তৃণমূলের, রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি
TMC: এদিন আগরতলায় পুরনির্বাচনের আগে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের হয়ে সুখেন্দু শেখর রায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।
আগরতলা: আগরতলায় (Agartala) নির্বাচনী ইস্তেহারে ঘোষণা তৃণমূলের (TMC)। এদিন আগরতলায় পুরনির্বাচনের আগে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের হয়ে সুখেন্দু শেখর রায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। আগরতলাবাসীর জন্য একাধিক কর্মসূচি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে।
এদিন সুখেন্দু শেখর রায় বলেন, "পাঁচটি ওয়ার্ডকে নিয়ে একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স রাখা হবে। এছাড়া ডেঙ্গু ও ম্যালেরিয়াবিহীন আগরতলা করা হবে। ১০০ শতাংশ আচ্ছাদিত নর্দমার ব্যবস্থা করা হবে। করের বোঝা হবে না সাজা। বাসিন্দাদের জন্য কর ছাড়। যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়ছে সেই আবঝে বাসিন্দাদের জন্য আমরা স্বস্তি নিয়ে আসব।"
তৃণমূলের তরফে বলা হয়, "আমরা পুরসভায় ক্ষমতায় আসলে জলের ওপর কোনও কর থাকবে না। যেসকল পরিবারের বার্ষিক আয় ১০লক্ষ টাকার কম, তাঁদের জন্য সম্পত্তি কম ২০ শতাংশ কমানো হবে। সকলের ঘরে প্রতিশ্রুত জল পৌঁছে দেওয়া। দুটি আয়রণ ফিল্টার করা হবে, ওয়াটার এটিএম করা হবে। হকারদের কল্যাণে স্বীকৃতি দেওয়া হবে। প্রতিটি এলাকায় স্টল ও গাড়ি বরাদ্দ করা হবে। বৈধ স্বীকৃতি ও শংসাপত্র দেওয়া হবে। পুনর্বাসন ব্যবস্থা করা হবে। সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা হবে।"
আরও পড়ুন, ১৫ দিনে ৬দিন ব্যাঙ্ক বন্ধ, আপনার এলাকায় খবর কী ?
এদিকে, ত্রিপুরায় পুরসভা নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করা হয়। আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পান্না দেবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ পরেই অবশ্য জামিন পেয়ে যান তিনি।
প্রার্থী পান্না দেব প্রচারে বেরোলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদ জানাতে এসপি অফিসে গেলে চ্যাংদোলা করে বার করে দেওয়া হয়।এরপর তাঁকে আগরতলা পশ্চিম মহিলা থানায় নিয়ে যাওয়া হয়।সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।