Kolkata Civic Poll : পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে আজ তৃণমূলের বৈঠক, উপস্থিত থাকবেন মমতা
TMC Candidate List For Civic polls: সূত্রের খবর, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ভারসাম্য বজায় রাখা হচ্ছে। তরুণ প্রজন্ম ও মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি থাকছেন প্রবীণরাও।
আশাবুল হোসেন এবং হিন্দোল দে, কলকাতা: পুরভোটের (Civic Poll) প্রার্থীতালিকা নিয়ে আজ তৃণমূলের (Trinamool Congress) বৈঠক। কালীঘাটে (Kalighat) বিকেল ৪টেয় বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী (TMC Supremo) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ভারসাম্য বজায় রাখা হচ্ছে। তরুণ প্রজন্ম ও মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি থাকছেন প্রবীণরাও।
এছাড়াও, প্রার্থী তালিকা থেকে বেশ কয়েকজন বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী তালিকায় থাকতে পারেন দলের প্রবীণ নেতাদের পরবর্তী প্রজন্ম। প্রার্থী তালিকায় এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে মেনে চলা হবে বলে তৃণমূল সূত্রে খবর। আজকের বৈঠকে থাকতে পারেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও (Prashant Kishore)।
আরও পড়ুন, করোনা পরিস্থিতিতে পুরভোট, প্রচারে কী কী নিয়ম মানতে হবে দলগুলিকে?
এদিকে, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু। ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। আজ থেকেই জারি হয়ে গেল আদর্শ আচরণবিধি। ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, বেজে উঠেছে পুরভোটের দামামা। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উল্টোডাঙার মুচিবাজারে তৃণমূলের তরফে দেওয়াল লিখন শুরু করলেন কর্মী, সমর্থকরা। প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায়, দেওয়ালে আঁকা হল ঘাসফুল। প্রার্থী তালিকা ঘোষণার আগেই কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের দেওয়াল লিখন শুরু। শুক্রবার সকাল সকাল বিবাদী বাগের কাছে কাউন্সিল হাউস স্ট্রিটে দেওয়াল লিখনে হাত লাগান কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সন্তোষ পাঠক।