KMC Election 2021: তৃণমূল করে খাওয়ার জায়গা নয়, পুরভোটের প্রচারে হুঁশিয়ারি অভিষেকের
Kolkata Municipal Election 2021: দলের নাম করে ধমকানো-চমকানো যাবে না। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। পুরভোটের প্রচারে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ময়ূখঠাকুর চক্রবর্তী, ঝিলম করঞ্জাই ও প্রকাশ সিনহা, কলকাতা: পুরভোটে (Kolkata Municipal Election) দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর কলকাতায় মিছিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) করে খাওয়ার জায়গা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর, পুরভোটের প্রচারে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেকের কড়া বার্তা। দলের নাম করে ধমকানো-চমকানো যাবে না। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। পুরভোটের প্রচারে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকের তৃণমূল নতুন তৃণমূল। দলের নাম করে কোথাও কোনও ভয় দেখায়, চমকায় ধমকায়, দল তাকে বাইরের রাস্তা প্রথমে দেখাবে, তারপরে যা হবে তাই হবে। কেউ যদি ভাবে আগে যা করে এসেছি, তাই চলবে। না এই তৃণমূল নতুন তৃণমূল। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়।"
অন্যদিকে, অভিষেকের এই মন্তব্যের পাল্টা তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "কোনও ফ্ল্যাট তৈরি হবে, বাড়ি তৈরি করবেন কেউ, তার ইট-সিমেন্ট-বালি কোথা থেকে আসবে, তা ঠিক করে দেবেন কাউন্সিলর। টাকা দিতে হবে। কাটমানির সিন্ডিকেট, মুখ্যমন্ত্রী বলছেন, এরকম নেওয়া যাবে না। এতদিন কি করছিলেন? এখন বলছেন নেওয়া হচ্ছে?"
আরও পড়ুন, 'বিধানসভা ভোটে মানুষ বিজেপিকে জবাব দিয়েছে, এবার কলকাতার পালা'
কলকাতা পুরভোটের মেগা প্রচার। বৃহস্পতিবার, দক্ষিণ কলকাতায় পরপর সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তরে মিছিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে, বড়বাজার থেকে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল। ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তাপস রায়, অতীন ঘোষ, শশী পাঁজারা।
প্রচার পুরভোটের, তবে তৃণমূলের নজর যে আরও দূরের দিকে, তা এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ফেব্রুয়ারিতে গোয়ার নির্বাচন, বলছি, তৃণমূল হয় জিতবে, না হলে প্রধান প্রতিপক্ষ হবে। ত্রিপুরায় ২৪ শতাংশ ভোট পেয়েছি। তৃণমূল বিজেপির কাছে আত্মসমর্পণ করবে না। যে রাজ্যে ঢুকব, যেভাবে গণতন্ত্র ভূলুন্ঠিত করেছো, আপনার চক্রান্তের চক্রব্যুহ ভেঙে ঢুবক, তৃণমূলকে প্রতিষ্ঠা করে ছাড়ব।" সব মিলিয়ে, পুরভোট যত এগিয়ে আসছে ততই সপ্তমে উঠছে রাজনৈতিক তরজার পারদ।