WB election 2021:জলপাইগুড়িতে অরাজনৈতিক শোভাযাত্রায় তৃণমূল নেতৃত্বের সামনেই উঠল ‘জয় শ্রী স্লোগান’! কটাক্ষ বিজেপির
জলপাইগুড়িতে অরাজনৈতিক শোভাযাত্রায় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান। আর তা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও তৃণমূলের বক্তব্য, ‘জয় শ্রীরাম’ ধ্বনি কারও কুক্ষিগত নয়।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে অরাজনৈতিক শোভাযাত্রায় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান। আর তা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও তৃণমূলের বক্তব্য, ‘জয় শ্রীরাম’ ধ্বনি কারও কুক্ষিগত নয়।
এবার অরাজনৈতিক শোভাযাত্রায় তৃণমূল নেতার সামনে উঠল মুহূর্মুহূ শ্রী রাম’ ধ্বনি...জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় সম্প্রতি একটি হনুমান মন্দির সংস্কার করা হয়। এই উপলক্ষ্যে, শোভাযাত্রায় আমন্ত্রণ জানানো হয় জেলার তৃণমূল সভাপতিসহ একাধিক নেতাকে।
সেই শোভাযাত্রারই পিছনের সারি থেকে ঘনঘন ‘জয় শ্রী রাম’ ধ্বনি ওঠে ৷ তৃণমূলের উপস্থিতিতে ‘জয় শ্রী রাম’ ধ্বনি ! এনিয়ে, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানান, ‘‘মরার আগে হরির নাম তৃনমূলের সকলকে জয় শ্রীরাম বলতে হবে, মুখ্যমন্ত্রী থেকে বুথ সভাপতি পর্যন্ত তার ব্যবস্থা হচ্ছে, সব্বাই কে জয় শ্রীরাম বলতে হবে, তৃনমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং তার নেতা নেত্রী সবাই তাদের ভোটের স্বার্থে এতদিন মসজিদে গিয়ে নামাজ পড়তেন আর এখন বিজেপির ভয়ে বিজেপির ঠেলায় তৃণমূলের নেতারা মন্দিরে পুজো দিচ্ছেন আর জয় শ্রীরাম বলে বেড়াচ্ছেন ৷’’
জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ মালাকার জানান, ‘‘হনুমানের ভক্তরা জয় শ্রী রাম ধ্বনি দিয়েছে। এটার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’’ এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি বলেছেন, জয় শ্রীরাম ধ্বনি কারও কুক্ষিগত নয়, হিন্দু ধর্ম নিয়ে বিজেপি রাজনীতি করছে। রাম সকলের মনে রয়েছেন। ভোটের মুখে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের মুখে অহরহ শোনা যাচ্ছে ‘জয় শ্রীরাম’ স্লোগান! ভিক্টোরিয়ায় নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলতে ওঠা মাত্র ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা গিয়েছে ৷
নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ৷ ভোট প্রচারে সবার মুখেই রাম-নাম শোনা গিয়েছে। বিজেপির ‘জয় শ্রীরামে’র পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘জয় সিয়া রাম’ ৷ তাঁর মতে, ‘ওরা জয় সিয়া রাম বলুন। মানে জয় সীতা রাম ৷’
সব মিলিয়ে রাজনৈতিক দলগুলির সৌজন্যে শ্রীরামচন্দ্রও এখন পুরোদস্তুর ভোটের ময়দানে।