এক্সপ্লোর
Advertisement
দেখুন: অসুস্থ হয়ে পড়ে গেলেন এক মহিলা পুলিশ কর্মী, মঞ্চ থেকে নেমে এলেন রাষ্ট্রপতি, সীতারামন, অনুরাগ
অনুষ্ঠান চলাকালে অসুস্থ হয়ে পড়ে গেলেন এক মহিলা নিরাপত্তা রক্ষী। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে তাঁকে দেখতে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। ন্যাশনাল কর্পোরেটে সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই ঘটনা ঘটল। ওই মহিলা রক্ষী দ্রুত সুস্থ হয়ে উঠে তাঁর কাজ ফের শুরু করেন।
নয়াদিল্লি: অনুষ্ঠান চলাকালে অসুস্থ হয়ে পড়ে গেলেন এক মহিলা নিরাপত্তা রক্ষী। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে তাঁকে দেখতে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। ন্যাশনাল কর্পোরেটে সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই ঘটনা ঘটল। ওই মহিলা রক্ষী দ্রুত সুস্থ হয়ে উঠে তাঁর কাজ ফের শুরু করেন।
জানা গেছে, বিজ্ঞান ভবনে অনুষ্ঠান চলাকালে ওই মহিলা পুলিশ কর্মী মঞ্চের একেবারে সামনের সারিতে ছিলেন। সেই সময় তাঁর গোড়ালিতে মোচড় লাগে এবং পা পিছলে পড়ে যান। তখন জাতীয় সঙ্গীত বাজছিল। ওই মহিলা পুলিশ কর্মী পড়ে গিয়ে কার্পেটে বসে পড়েন। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই রাষ্ট্রপকি, অর্থমন্ত্রী ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী ওই পুলিশ কর্মীর কাছে চলে আসেন। রাষ্ট্রপতি ওই পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন। অনুরাগ তাঁর দিকে জলের বোতল এগিয়ে দেন।
ওই মহিলা পুলিশ কর্মী সুস্থ রয়েছেন জানার পর রাষ্ট্রপতি অনুষ্ঠান স্থল ছাড়েন।অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে রাষ্ট্রপতির প্রশংসা করেন।
#WATCH A woman security personnel deputed at National Corporate Social Responsibility Awards event collapsed during playing of National Anthem, today.President Kovind, FM Nirmala Sitharaman & MoS Finance Anurag Thakur came down the stage to inquire about her health. #Delhi pic.twitter.com/HUSvzkizHu
— ANI (@ANI) October 29, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement