ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১২.২৪) পর্ব ২: ভারত বিরোধিতায় চিন-পাকিস্তানের দোসর বাংলাদেশ? RG কর-তদন্তে হতাশ নির্যাতিতার বাবা-মা
Ghanta Khanek Sange Suman: সন্ন্যাসী, আইনজীবীর পর এবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু অধ্যাপকরাও । মৌলবাদী সন্ত্রাসের প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে বেধড়ক মার । পঞ্চগড়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কালীমন্দির । বাংলাদেশে তালিবান ছায়া, 'মহিলাদের বাজারে ঢোকায় নিষেধাজ্ঞা' । ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার । এবিপি আনন্দকে হুঁশিয়ারির পর, এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে হুঙ্কার BNP নেতার । কলকাতায় সনাতনী সমাজের মঞ্চ থেকে হিন্দুদের এক হওয়ার ডাক শুভেন্দুর । আরজি কর-তদন্তে হতাশ নির্যাতিতার বাবা-মা, ক্ষোভ উগরে দিলেন অমিত শাহের দেখা না করা নিয়েও।
আমরা গত কয়েকদিন ধরেই বলছিলাম, নৈরাজ্য়ের বাংলাদেশে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরাল করছে পাকিস্তান ও চিন। যার হাতে গরম প্রমাণ পাওয়া গেল, ইউনূস সরকারের একটা সিদ্ধান্তের মধ্য়ে। হাসিনা সরকার একটা নিয়ম করেছিল, যেখানে পাকিস্তানিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ একটা অনুমতি নিতে হবে। কিন্তু সেই নিয়ম তুলে নিয়ে পাকিস্তানিদের বাংলাদেশে আসার পথ প্রশস্ত করল ইউনূস সরকার। অন্য়দিকে, পাকিস্তানের রাষ্ট্রদূতের পর এবার চিনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন, খালেদা জিয়া।