Kolkata News: শুরু হল 'ইনফোকম-২০২৪, তিন দিন ধরে চলবে আলোচনা
ABP Ananda Live: শুরু হল 'ইনফোকম-২০২৪'। তিন দিন ধরে চলবে আলোচনা। ২৩ তম বর্ষে এবারের থিম, 'সাসটেনেবল ডিসরাপশন'। এবারের ইনফোকমে অংশ নিচ্ছেন প্রায় ১ হাজার প্রতিনিধি। বৃহস্পতিবার দিনভর চলে বিভিন্ন সেশন। বিশেষজ্ঞরা তাঁদের বক্তব্য রাখেন। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার-সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। উদ্বোধনী বক্তা ছিলেন রয় জালসম্যান। উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। তিন দিন ধরে চলবে 'ইনফোকম-২০২৪'।
প্রতিদিনই পদ্মার ওপারের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের ওপর অত্য়াচারের খবর সামনে আসছে। যার জেরে পদ্মার এপারে জোরাল হচ্ছে প্রতিবাদ। এই আবহে আজ রানি রাসমণি অ্য়াভিনিউয়ের সন্ত সমাজের সভা থেকে, সব হিন্দুদের একজোট হওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। কার্তিক মহারাজ দাবি তুললেন, বাংলাদেশের অসহায় হিনদুদের পাশে দাঁড়াতে হবে ভারত সরকারকে। হুঁশিয়ারি দেওয়া হল, সীমান্ত বাণিজ্য় বন্ধ করার।