Puri Temple: মধ্যরাতে পুরী মন্দিরের রসুইঘরে উনুন তছনছ, সিসিটিভি দেখে পাকড়াও ১ সন্দেহভাজন
Puri Temple Update: মাটির উনুন ভেঙে তছনছ দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিষয়টি বাকিদের জানান ওই সেবায়েত। রবিবার সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার ঘটনাস্থলে হাজির হয়েছিল এবিপি লাইভ বাংলা।

পুরী: মধ্যরাত (midnight) নিত্যদিনের সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়ে চক্ষু চড়কগাছ পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েতের। দেখেন, প্রভু জগন্নাথের (Jagannath) রসুইঘরের প্রায় ৩৫টি মাটির উনুন ভেঙে তছনছ হয়ে গিয়েছে। আর এই ঘটনায় সন্দেহভাজনকে পাকড়াও করা হল।
পুরী মন্দিরে অজ্ঞাতপরিচয়, পাকড়াও সন্দেহভাজন
গোটা ঘটনায় সন্দেহভাজনকে পাকড়াও করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এদিন সন্ধে নাগাদ ওড়িশা থেকেই ওই অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আটক করে পুলিশ।
আজ অর্থাৎ মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কে এই ব্যক্তি, কী উদ্দেশ্য নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে সমস্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে। আপাতত এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ বা সেবায়েতরা।
গোটা ঘটনা জানান সেবায়েত
মাটির উনুন ভেঙে তছনছ দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিষয়টি বাকিদের জানান ওই সেবায়েত। রবিবার সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার ঘটনাস্থলে হাজির হয়েছিল এবিপি লাইভ বাংলা।
শতাব্দী-প্রাচীন পুরীর মন্দিরের (Puri Temple) এই রসুইঘর। লোকমুখে প্রচলিত সেই অলৌকিক মাহাত্ম্যের কাহিনি সকলেরই জানা। এই রসুইঘরে সারি দিয়ে সাজানো ৪০০টিরও বেশি মাটির উনুন। প্রতিদিন কাঠের আঁচে তৈরি হয় জগন্নাথদেবের মহাভোগ। এখানে সাধারণের প্রবেশ নিষেধ, এমনকী সব সেবায়েতেরও এখানে প্রবেশের অনুমতি নেই। আর সেখানে এমন ঘটনা যে ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে মন্দিরের সেবায়েতরাও। ঘটনার পর দু-দিন কেটে গেলেও তদন্তে কোনও দিশা মেলেনি।
এদিন অসমর্থিত সূত্রে এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে এক সন্দেহভাজনকে দেখা গিয়েছে। তবে কে সে, তা এখনও স্পষ্ট নয়। তবে সে মন্দিরের কেউ নয়, এ কথা জানিয়েছেন সেবায়তরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
