বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলা সহকর্মীর সঙ্গে 'সহবাস', বিদুৎ বিভাগের ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
অভিযোগ, অফিসে এসে তরুণীকে একই হুমকি দেন অভিযুক্তর স্ত্রীও

পুরুলিয়া: প্রথমে সম্পর্ক, তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। তরুণী সহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকার। এই অভিযোগে গ্রেফতার রাজ্য বিদ্যুত্ বণ্টণ নিগমের ঝালদার ডিভিশনাল ইঞ্জিনিয়ার।
ধৃতের নাম, গুরুদ ইকবাল। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এবং অভিযোকারিণী পুরুলিয়ার ঝালদায় কর্মরত। মহিলার অভিযোগ, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর বিয়ে করতে অস্বীকার করেন গুরুদ ইকবাল। এমনকী প্রাণনাশের হুমকি দেন তিনি। অফিসে এসে তরুণীকে একই হুমকি দেন অভিযুক্তর স্ত্রীও।
এরপরই ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। এরপরই ইকবালকে গ্রেফতার করে ঝালদা থানার পুলিশ। ধর্ষণসহ একাধিক ধারায় মালা রুজু করা হয়। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।






















