এক্সপ্লোর
বিজেপি কর্মীদের লাঠিপেটা করার দাওয়াই, ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
পাল্টা রবীন্দ্রনাথ ঘোষকে নিশানা করেছে বিজেপি।

নাটাবাড়ি: ফের বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের। সম্প্রতি নিজের বিধানসভা এলাকা নাটাবাড়িতে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘বিজেপি-র কর্মীরা বাড়িতে এলে বাড়িতে লাঠি রাখবেন, সেই লাঠি দিয়ে পেটাবেন। মহিলাদের বলছি, আপনারা কাটারি রাখবেন। যদি কোনও গন্ডগোল করতে আসে বিজেপি, তাহলে কান কেটে দেবেন। একটা কান কাটা গেলে আর দ্বিতীয়বার আসবে না।’ পাল্টা রবীন্দ্রনাথ ঘোষকে নিশানা করেছে বিজেপি। কোচবিহারের বিজেপি সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেছেন, ‘হারের পর রবীন্দ্রনাথ ঘোষের মাথা খারাপ হয়ে গেছে...উনি বিভিন্ন জায়গায় এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। নিজেরা অশান্তি করে বিজেপির নাম বলছে, কালিমালিপ্ত করছে।’ এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন রবীন্দ্রনাথ। কখনও বলেছেন, ‘বিরোধীদের করলার জুস খাওয়ানো হবে।’ আবার কখনও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দিয়েছেন, ‘দিলীপ ঘোষের মাথা গরম হয়ে গেছে পঞ্চায়েত ভোটে হেরে। তিনি যখন এরপর কোচবিহারে আসবেন, ওনাকে ধরে নিয়ে এসে সাগরদিঘির জলে ২৪ ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হবে।’ এবার বিজেপি কর্মীদের লাঠিপেটা করার হুমকি দিয়ে ফের বিতর্কে সেই রবীন্দ্রনাথ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















