Trikal Controversy: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, চাপের মুখে 'ত্রিকাল' হুইস্কি বাজার থেকে প্রত্যাহার Radico Khaitan-এর
Radico Khaitan Productions: এর আগে 8PM, Magic Moments এবং Rampur Indian Single Malt-এর মতো একের পর এক জনপ্রিয় প্রোডাক্ট বাজারে এনেছে Radico Khaitan।

নয়াদিল্লি : চাপের মুখে বাজার থেকে তাদের নতুন হুইস্কি ব্র্যান্ড 'ত্রিকাল' তুলে নিল মদ উৎপাদনকারী সংস্থা Radico Khaitan । ব্র্যান্ডের নাম ও ছবি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছিলেন অনেকে। এই পরিস্থিতিতে বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় Radico Khaitan।
এর আগে 8PM, Magic Moments এবং Rampur Indian Single Malt-এর মতো একের পর এক জনপ্রিয় প্রোডাক্ট বাজারে এনেছে Radico Khaitan। সম্প্রতি তারা 'ত্রিকাল' হুইস্কি ব্র্যান্ড আনে বাজারে। যার দাম নির্ধারণ করা হয় ৩,৫০০ টাকা থেকে ৪,৫০০ টাকার মধ্যে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানার মতো বড় বড় বাজারে প্রাথমিকভাবে এই সিঙ্গল মল্ট নিয়ে আসে কোম্পানি। পরবর্তীকালে তার সম্প্রসারণের পরিকল্পনা ছিল। কিন্তু, বিভিন্ন ধর্মীয় সংগঠন, সনাতন ধর্ম প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিত্বরা 'ত্রিকাল' শব্দের ব্যবহারে তীব্র আপত্তি জানায়। হিন্দু ধর্মে 'ত্রিকাল' পবিত্রতার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
'ত্রিকাল' নাম ব্যবহারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপত্তি তোলা হয়। এদিনই উত্তরাখণ্ডের শুল্ক কমিশনার হরিচন্দ্র সেমওয়াল জানিয়ে দেন, এই ব্র্যান্ডের উৎপাদন, বিক্রি বা রেজিস্ট্রেশনের কোনো অনুমতি দেওয়া হয়নি। এই হুইস্কি উত্তরাখণ্ডে বিক্রি হচ্ছে বলে যে দাবি করা হয়েছে, তা তিনি "ভিত্তিহীন" বলে নস্যাৎ করে দেন। কেউ মিথ্যা খবর ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন।
এই পরিস্থিতিতে বুধবার বিবৃতি জারি করে কোম্পানি। সংস্থার তরফে বলা হয়, "ভারতের নাগরিকদের মতামতকে সম্মান করে কোম্পানি এবং একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে, অভ্যন্তরীণ পর্যালোচনার পর ব্র্যান্ডটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'ত্রিকাল' কখনোই কেবল একটি নাম ছিল না -- এটি ভারতের কালজয়ী চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে তৈরি করা হয়েছিল।" কোম্পানি ব্যাখ্যা করে বলেছে যে, এই শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে । অতীত, বর্তমান এবং ভবিষ্যতকে বোঝায়।
ব্র্যান্ডের নীল রঙের বোতলের লেবেলে চোখ বন্ধ করে একটি মুখের ন্যূনতম রেখা অঙ্কন এবং কপালে একটি বৃত্তাকার চিহ্ন ছিল, যা অনেকের মতে, ভগবান শিবের তৃতীয় চোখের মতো। এনিয়ে বিতর্ক শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে বাজার থেকে তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার বাজার খোলার সময় কোম্পানির শেয়ারের পারফরম্যান্সের উপর এর প্রভাব পড়তে পারে। রিপোর্ট অনুযায়ী, বিনিয়োগকারীরা পণ্য প্রত্যাহার এবং ব্র্যান্ডের চারপাশে নেতিবাচক মনোভাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন।




















