Raghav Chadha: দৃষ্টিশক্তি হারানোর উপক্রম, ব্রিটেনে চিকিৎসা চলছে রাঘবের, এতদিনে অনুপস্থিতির কারণ জানা গেল
Raghav Chadha Health: দিল্লির রাজনীতিতে রাঘবের অনুপস্থিতি নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছে।
নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে তোলপাড় পড়ে গেলেও, তাঁর রাজনৈতিক 'শিষ্য'র দেখা মেলেনি সেভাবে। দলের নেতা-মন্ত্রীরা একজোট হয়ে রাস্তায় নামলেও, রাঘব চাড্ডার দেখা মেলেনি। সোশ্যাল মিডিয়ায় গুটিকয়েক পোস্টেই সীমিত রেখেছেন নিজেকে। তাই কঠিন সময়ে আম আদমি পার্টিতে রাঘবের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই প্রশ্নের জবাব দিলেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। রাঘবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক খরবর শোনালেন তিনি। (Raghav Chadha)
দিল্লির রাজনীতিতে রাঘবের অনুপস্থিতি নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছে। সেই আবহে মঙ্গলবার রাঘবকে নিয়ে মুখ খোলেন সৌরভ। তিনি বলেন, "চোখে কিছু সমস্যা দেখা দেওয়ায় ব্রিটেনের থেকে চিকিৎসা করাচ্ছেন রাঘব। সমস্যা খুবই গুরুতর বলে জানতে পেরেছি আমি। সময়ে চিকিৎসা না হলে দৃষ্টিশক্তিও হারানোরও সম্ভাবনা রয়েছে। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। একটু সুস্থ হলেই দেশে ফিরবেন উনি, দলের প্রচারে যোগ দেবেন।" (Raghav Chadha Health)
দিল্লির রাজনীতিতে এই মুহূর্তে সশরীরে উপস্থিত নেই রাঘব। তবে সোশ্যাল মিডিয়ায় লাগাতার নিজের অবস্থানের জানান দিয়ে চলেছেন। দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে যেমন পোস্ট দিচ্ছেন, তেমনই কেজরিওয়ালের গ্রেফতারি, সুনীতা কেজরিওয়ালের রাজনীতিতে পদার্পণ নিয়েও মুখ খুলছেন। তবে নিজের অসুস্থতার কথা একটি বারও জানাননি তিনি। সৌরভই সতীর্থের অসুস্থতার কথা জানালেন সকলকে।
#WATCH | Delhi: On the absence of AAP MP Raghav Chadha, party leader and Delhi Minister Saurabh Bharadwaj says, "He is in the UK; there was a complication in his eyes and I was told that it was quite critical that he might have lost his eyesight as well. He has gone there to get… pic.twitter.com/FYAf5iKW6H
— ANI (@ANI) April 30, 2024
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন কেজরিওয়াল। কিন্তু টাইপ টু ডায়বিটিসের রোগী কেজিরওয়ালকে ইনসুলিন দেওয়া নিয়ে টানাপোড়েন চলছিল। বিষয়টি গিয়ে পৌঁছয় আদালতেও। শেষ পর্যন্ত, বেশ কয়েক সপ্তাহ পর তিহাড়ে প্রথম ইনসুলিন পান কেজরিওয়াল। সেই সময়ই মুখ খুলেছিলেন রাঘব। তাঁর বক্তব্য ছিল, 'বহু বছর ধরে ডায়বিটিসে ভুগছেন কেজরিওয়াল। দিলে ৫৪ ইউনিট ইনসুলিন লাগে তাঁর। কিন্তু জেলে তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে, যা অত্যন্ত অমানবিক এবং জেলের নিয়মকানুনের পরিপন্থীও'।
তবে কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, নিজের স্বাস্থ্য নিয়ে কিছু জানাননি এতদিন রাঘব। স্ত্রী পরিণীতি চোপড়াও 'অমর সিং চমকিলা' ছবির প্রচারে স্বামীর স্বাস্থ্য় নিয়ে কিছু প্রকাশ করেননি। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাঘব এবং পরিণীতি সাতপাকে বাঁধা পড়েন। এখনও পর্যন্ত এক বছরও হয়নি তাঁদের বিয়ের, তার মধ্যেই রাঘবের স্বাস্থ্য নিয়ে এই উদ্বেগজনক খবর সামনে এল।