Rahul Gandhi Bail: ভুয়ো এনকাউন্টার মামলা নিয়ে শাহকে নিশানা? ছ’বছর আগের মানহানি মামলায় জামিন রাহুলের
Rahul Gandhi Defamation Case: মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়ক আদালতে হাজিরা দেন।
নয়াদিল্লি: মানহানি মামলায় জামিন পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ছ'বছর পুরনো মানহানি মামলায় জামিন পেলেন রাহুল। মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়ক আদালতে হাজিরা দেন তিনি। মাত্র ৩৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল তাঁকে। তাই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' মাঝপথে থামিয়েই আদালেত হাজিরা দেন রাহুল। সেখানে জামিন মঞ্জুর হল তাঁর। (Rahul Gandhi Bail)
২০১৮ সালে অধুনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে একটি মন্তব্যের জেরে ছ'বছর আগে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়। সেই মামলায় এদিন রাহুলকে হাজিরা দিতে বলা হয়। আদালতের নির্দেশ মেনে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' থামিয়ে এদিন আদালতে পৌঁছন তিনি। (Rahul Gandhi Defamation Case)
সেখানে ২৫০০০ টাকার গ্যারান্টি এবং ২৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর হয়। এদিন আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন রাহুল। কোনও অন্যায় কাজ করেননি বলে জানান তিনি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী সন্তোষ পান্ডে জানান, আদালতে আজ আত্মসমর্পণ করেন রাহুল। ৩০-৪৫ মিনিটের জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়। এর পর জামিনের আবেদন জমা পড়ে। রাহুল নির্দোষ, কোনও অবমাননাসূচক মন্তব্য করেননি বলে জানান তাঁর আইনজীবী।
#WATCH | Uttar Pradesh: Congress leader Rahul Gandhi arrives at Sultanpur Court in connection with a 2018 defamation case. pic.twitter.com/9MSLtkxoDO
— ANI (@ANI) February 20, 2024
আরও পড়ুন: 'রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই', মন্তব্য় করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
২০১৮ সালে কর্নাটকের বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে BJP-র তৎকালীন সর্বভারতীয় BJP-কে আক্রমণ করেন রাহুল। বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রচারে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সেখানে। সেই সময় শাহকে নিয়ে তিনি কিছু মন্তব্য করেন বলে অভিযোগ করা হয় BJP-র তরফে। সেই নিয়ে বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
রাহুল শাহের ভাবমূর্তিতে কালি ছিটনোর চেষ্টা করেছেন বলে দাবি করেন বিজয়। তিনি জানান, যে ভুয়ো এনকাউন্টার মামলা নিয়ে শাহের বিরুদ্ধে মন্তব্য করেন রাহুল, সেই মামলায় আগেই আদালেত ক্লিনচিট পেয়েছিলেন শাহ। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ২০০৫ সালের একটি ভুয়ো এনকাউন্টার মামলায় নাম জড়ায় শাহের। ২০১৪ সালে মুম্বইয়ের CBI কোর্ট তাঁকে ক্লিনচিট দেয়।
এর আগে, ১৮ জানুয়ারি এই মানহানি মামলায় শুনানি ছিল। 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় ব্য়স্ত থাকাকালীন আদালতে হাজির হতে পারেননি রাহুল। শেষ পর্যন্ত রবিবার হাজিরা দেন এবং জামিন পান। ফিরে গিয়ে ফের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় যোগ দেবেন রাহুল।