Rahul Gandhi: ‘ভাগ করে নিতে চাই যন্ত্রণা’... কনকনে ঠান্ডায় শুধু টি-শার্ট পরে হাঁটা, কারণ জানালেন রাহুল
Rahul Gandhi T-Shirt: সোমবার হরিয়ানার আম্বালায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল। সেখানে টি-শার্ট প্রসঙ্গ ফের উঠে এলে, উত্তর দিতে আর ইতস্তত করতে দেখা যায়নি রাহুলকে।
নয়াদিল্লি: বিগত কয়েক বছর ধরে লাগাতার তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি নিয়ে শোনা গিয়েছে জল্পনা-কল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিদ্বন্দ্বী তো দূর, বিরোধী জোটের নেতা হিসেবেও তাঁকে নিয়ে শোনা গিয়েছে ওজর-আপত্তি। সেই পরিস্থিতি কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভাবমূর্তি পুনরুদ্ধারে কার্যকরী হয়ে দাঁড়িয়েছে ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)। তবে উত্তর ভারতে তীব্র ঠান্ডায় শুধুমাত্র টি-শার্ট পরে পদযাত্রায় অংশ নেওয়াকে ঘিরে শাসকদল বিজেপি-র তরফে উড়ে এসেছে কটাক্ষ। তাতে কনকনে ঠান্ডায় টি-শার্ট পরে রাস্তায় নামার প্রকৃত কারণ এ বার খোলসা করলেন রাহুল (Rahul Gandhi T-Shirt)।
কনকনে ঠান্ডায় টি-শার্ট পরে রাস্তায় নামার প্রকৃত কারণ জানালেন রাহুল
সোমবার হরিয়ানার আম্বালায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল। সেখানে টি-শার্ট প্রসঙ্গ ফের উঠে এলে, উত্তর দিতে আর ইতস্তত করতে দেখা যায়নি রাহুলকে। তিনি জানান, কেরল থেকে যাত্রা শুরুর সময় ঠান্ডা ছিল না। তাই সোয়েটার বা জ্যাকেট পরার প্রয়োজন পড়েনি তাঁর। পদাত্রা মধ্যপ্রদেশে ঢোকার সময় থেকেই শীত অনুভূত হতে থাকে। তার পরেও কেন টি-শার্টের উপর জ্যাকেট বা সোয়েটার চাপালেন না, তার কারণও খোলসা করেন রাহুল।
इस टी-शर्ट से बस इतना इज़हार कर रहा हूं,
— Rahul Gandhi (@RahulGandhi) January 9, 2023
थोड़ा दर्द आपसे उधार ले रहा हूं। pic.twitter.com/soVmiyvjqA
আরও পড়ুন: Petrol Diesel Rate: অপরিশোধিত তেলের দামে পতন, কলকাতায় কত কমল পেট্রোল-ডিজেলের দাম ?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “মধ্যপ্রদেশে একদিন তিন বালিকার সঙ্গে সাক্ষাৎ হল। পরনে ছিল ছেঁড়া জামা। আমার সামনে যখন এল, কাঁধে হাত রেখেছিলাম। বুঝলাম, পরনের ছেঁড়া জামা ঠান্ডা আটকাতে পারছে না। ঠকঠক করে কাঁপছে ওরা। ওই দিনই সিদ্ধান্ত নিলাম, যত ক্ষণ পর্যন্ত ঠান্ডায় ঠকঠক করে কেঁপে না উঠি, সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়ায়, শুধু টি-শার্ট পরেই থাকব।”
সোয়েটার, জ্য়াকেট না পরে ওই তিন বালিকাকে তিনি বিশেষ বার্তা পৌঁছে দিতে চান বলেও জানান রাহুল। তিনি বলেন, “ঠান্ডায় কাঁপুনি ধরলে, সোয়েটার পরার কথা মাথায় আসবে। ওই তিন বালিকার উদ্দেশে বলতে চাই, তোমাদের ঠান্ডা লাগলে, জেনো রাহুল গান্ধীরও ঠান্ডা লাগছে।” পরে ট্যুইটারেও লেখেন, “এই টি-শার্ট নিয়ে শুধু এটুকুই বলতে চাই, আপনাদের যন্ত্রণা সামান্য ভাগ নিচ্ছি মাত্র।”
'ভারত জোড়ো যাত্রা'য় রাহুলের শুধু টি-শার্ট পরে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে
শুধুমাত্র টি-শার্ট পরে থাকা নিয়ে গত সপ্তাহে উত্তরপ্রদেশেও প্রশ্নের মুখে পড়েন রাহুল। সেখানে সঠিক কারণ খোলসা না করলেও, রাহুল জানান, তাঁর পোশাক নিয়েই শুধুমাত্র আলোচনা হচ্ছে। অথচ দেশের দরিদ্র কৃষক, শ্রমিক, তাঁদের ছেলেমেয়েরা যে তাঁরই পাশে ছেঁড়া জামা-কাপড় পরে হাঁটছেন, তা নিয়ে ভ্রূক্ষেপ নেই কারও।