Train Cancelled : ঘন কুয়াশা ! একেবারে ৫৬ টি ট্রেন বাতিল করল রেল ! মার্চ অবধি বড় রদবদল
ট্রেন দেরি হওয়া এ সময়ে স্বাভাবিক ঘটনা। এবার ঘন কুয়াশার পূর্বাভাস দেখে রেলওয়ে মোট ৫৬টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দেখে নিন আপনার ট্রেনও কি এর মধ্যে আছে?

জাঁকিয়ে শীত না পড়লেও, কুয়াশার ঘনচাদর গায়ে দিয়েই ঘুম ভাঙছে সূর্যের। বেশ বেলা অবধিই কুয়াশার আস্তরণ। উত্তর ভারতে কুয়াশার দাপট একটু বেশিই। তার প্রভাব পড়ছে রেলযাত্রায়। বেশ কয়েকটি ট্রেনকে বাতিল করছে ভারতীয় রেল ওয়ে। এই সময়টাতেই দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য ট্রেন চালাতে সমস্যা হয়। এর জেরে ট্রেন দেরি হওয়া এ সময়ে স্বাভাবিক ঘটনা। এবার ঘন কুয়াশার পূর্বাভাস দেখে রেলওয়ে মোট ৫৬টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দেখে নিন আপনার ট্রেনও কি এর মধ্যে আছে?
কতদিন পর্যন্ত বাতিল থাকবে এই ট্রেনগুলি?
রেলওয়ে সূত্রে খবর, ঘন কুয়াশার আশঙ্কা দেখে ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ৫৬টি ট্রেন বাতিলের নির্দেশ দিয়েছে রেলওয়ে। দৃশ্যমানতা কমে গেলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। পঞ্জাবে ট্রেনে যাতায়াত করেন, এমন যাত্রীদের উপর এর সরাসরি প্রভাব পড়েছে। রেলওয়ে সূত্রের খবর, এই ট্রেনগুলির অগ্রিম বুকিং আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব স্টেশন মাস্টারদেরও একটি নোটিশ পাঠানো হয়েছে। রিজার্ভেশন সিস্টেমে ট্রেনের বাতিলের অবস্থা আপডেট করা হয়েছে। যাতে কোনও যাত্রীর শেষ মুহূর্তে কোনও সমস্যা না হয়।
এই রুটগুলি প্রভাবিত হবে
রেলওয়ে কর্মকর্তাদের মতে, এই পুরো পদক্ষেপটি শীতকালীন প্রস্তুতি পরিকল্পনার অংশ। শীতকালে দৃশ্যমানতা এত কমে যায় যে দীর্ঘ দূরত্বের ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ। এমন সময়ে ট্রেনগুলি বারবার থামে, ঘণ্টার পর ঘণ্টা দেরি হয়। ঘন কুয়াশা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এই সিদ্ধান্তের প্রভাব চণ্ডীগড়, জলন্ধর, লুধিয়ানা এবং পাঞ্জাবের অন্যান্য বড় স্টেশনগুলিতেও দেখা যাবে।
বাতিল করা ট্রেনের তালিকা
- ট্রেন নম্বর ১২২০৭/১২২০৮ গরিব রথ এক্সপ্রেস ৯ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
- যোগনগরি জম্মু তাওয়াই এক্সপ্রেস ১৪৬০৬/১৪৬০৫ , ৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
- লালকুয়া অমৃতসর এক্সপ্রেস ১৪৬১৫/১৪৬১৬ ৬ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বাতিল
- জন সেবা এক্সপ্রেস ১৪৬১৭/১৪6১৮৩ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত বাতিল
- কালকা বৈষ্ণো দেবী এক্সপ্রেস ১৪৫০৩/১৪৫০৪ ২ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
- নাঙ্গাল বাঁধ এক্সপ্রেস ১৪৫০৫/১৪৫০৬১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
- অমৃতসর চণ্ডীগড় এক্সপ্রেস ১৮৫৪ /১৪৫৪২ ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
- অমৃতসর আজমেঢ় এক্সপ্রেস ১৯৬১১ / ১৯৬১৪৫
- ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত বাতিল
- আকাল তখত এক্সপ্রেস ১২317/১২318 ৭ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
- দুর্গিয়ানা এক্সপ্রেস ১২357/১২358 ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
- ইন্টারসিটি এক্সপ্রেস ১৪681/১৪682 ১ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত বাতিল























