এক্সপ্লোর
নাগরিকত্ব আইন সমর্থন করলেন রজনীকান্ত, বললেন, মুসলিমদের ক্ষতি হলে তিনিই প্রথম বিরোধিতা করবেন
এনপিআরেরও সমর্থন করেছেন তিনি। বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এনপিআর অত্যন্ত জরুরি।
![নাগরিকত্ব আইন সমর্থন করলেন রজনীকান্ত, বললেন, মুসলিমদের ক্ষতি হলে তিনিই প্রথম বিরোধিতা করবেন Rajinikanth Backs CAA, Says Will Be First Person To Stand If It Affects Muslims নাগরিকত্ব আইন সমর্থন করলেন রজনীকান্ত, বললেন, মুসলিমদের ক্ষতি হলে তিনিই প্রথম বিরোধিতা করবেন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/06145035/Capture.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থন করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর বক্তব্য, এই আইনে দেশের কোনও নাগরিকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যদি এতে মুসলমানদের ক্ষতি হয়, তবে সর্বপ্রথম তিনিই বিরোধিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
রজনীর প্রশ্ন, দেশভাগের পর যে মুসলমানরা এ দেশে থেকে গিয়েছেন, কীভাবে তাঁদের দেশছাড়া করা সম্ভব? এনপিআরেরও সমর্থন করেছেন তিনি। বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এনপিআর অত্যন্ত জরুরি। আর এনআরসি কীভাবে হবে তা তো এখনও ঠিকই হয়নি, রজনী বলেছেন।
যেভাবে বিভিন্ন ধর্মীয় নেতা নাগরিকত্ব বিরোধী আন্দোলন সমর্থন করেছেন, তা বিরাট ভুল বলে তিনি মন্তব্য করেছেন বলে খবর। নিজের নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনৈতিক দল ও সংগঠনগুলি এই আন্দোলনে উসকানি দিচ্ছে বলে তাঁর অভিযোগ। যেভাবে নাগরিকত্ব আইন নিয়ে দেশের নানা জায়গায় বিক্ষোভ শুরু হয় তা নিয়ে গত ডিসেম্বরেও উদ্বেগ প্রকাশ করেন রজনী, বলেন, হিংসা ছড়িয়ে, দাঙ্গা করে কোনও কিছুর সমাধান বার হয় না। দেশের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য মানুষের ঐক্যবদ্ধ থাকা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)