Rs 500 Note: ৫০০ টাকার নোটও কি তুলে নেওয়া হবে? কী জানালেন RBI গভর্নর?
RBI on Currency: ১০০০ টাকার নোট নিয়ে কী ভাবনা? সেটাও জানালেন আরবিআই-এর গভর্নর।
নয়াদিল্লি: ২০০০ -এর নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। প্রশ্ন উঠেছিল ৫০০ টাকার নোটের ক্ষেত্রেও কি একই পথে এগোবে RBI? সেই প্রশ্নেরই সাফ উত্তর দিলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। তিনি স্পষ্ট জানিয়েছেন, RBI নতুন ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কোনওরকম কথা ভাবছে না। এমনকী ১০০০টাকার নোট নতুন করে চালু করার বিষয়েও কোনও ভাবনাচিন্তা আপাতত নেই বলেও জানিয়েছেন শক্তিকান্ত দাস।
তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, বাজারে যে ২০০০ টাকার নোট ঘুরছিল, তার ৫০ শতাংশই এখনও পর্যন্ত ফিরে এসেছে ব্য়াঙ্কিং সিস্টেমে।
গত মাসেই আরবিআই গভর্নর জানিয়েছিলেন ৩০ সেপ্টেম্বরের আগেই বাজারে চলা প্রায় সব ২০০০ এর নোট ফিরে আসবে। চলতি বছরের ৩১ মার্চে তিনি জানিয়েছিলেন, বাজারে এখন ২০০০ টাকার নোটে মোট ৩.৬২ লক্ষ কোটি রয়েছে। তার মধ্যে ১.৮০ লক্ষ কোটি ফিরে এসেছে।
১৯ মে RBI ঘোষণা করেছিল যে ২০০০ টাকার নোট ফিরিয়ে নেওয়া হবে। ২৩ মে থেকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার আরবিআই গভর্নর সাধারণ নাগরিকদের কাছে আবেদন করেছেন যাতে ২০০০ টাকার নোট বদল নিয়ে কোনওরকম আতঙ্ক তৈরি না হয়।
কীভাবে পুরনো নোট বদলাবেন?
এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, ব্যাঙ্কে আপনি পুরনো নোট বদলাতে গেলে প্রথমে একটি নির্দিষ্টি ফর্ম্যাটে আপনার কাছে কিছু তথ্য চাইবে। তা পূরণ করতে হবে। এরপর নিজের বৈধ পরিচয়পত্রের একটি ফটো কপি জমা করতে হবে আপনাকে। এ ব্যাপারে সতর্ক থাকুন, আপনি যখন নিজের সচিত্র পরিচয়পত্র ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করবেন, তাতে উল্লেখ করে দেবেন পুরনো নোট পাল্টানোর জন্য তা জমা করা হচ্ছে। সঙ্গে তারিখ উল্লেখ করে দেবেন। এই বিষয়টি নিশ্চিত করুন যে, আপনার পরিচয়পত্রটির যাতে কোনও অপব্যবহার না হয়। আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই়ডি কার্ড, পাসপোর্ট, NREGA কার্ড , PAN কার্ড বা অন্য কোনও আইডি কার্ড যা সরকার ইস্যু করেছে, তা জমা করতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম্যাট অনুযায়ী আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে।
আরও পড়ুন: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?