Republic Day 2024 LIVE Updates: কলকাতা-সহ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস
Republic Day 2024: আজ স্বাধীন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে উত্তেজনার পরিবেশ। নয়াদিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের আয়োজন। সঙ্গে দেশের নানা প্রান্তেই চলল উদযাপন।
LIVE
Background
আজ ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। রীতি মেনেই দিল্লির কর্তব্যপথে আয়োজিত হবে কুচকাওয়াজের। শুরু হয়ে গিয়েছে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) মহড়া। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য প্রস্তুতি শহরেও। কলকাতার (Kolkata) রেড রোডেও হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থল সেনার অত্যাধুনিক সমরাস্ত্র। পূর্বাঞ্চলীয় সেনার বিভিন্ন রেজিমেন্টাল ডিসিপ্লিন প্রদর্শিত হবে আগামী ২৬ তারিখ।
- আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রাজপথে একটি দুর্দান্ত কুচকাওয়াজের আয়োজন করা হয়।
- প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান। সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডাঃ বিআর আম্বেদকর।
ভারতের সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয়। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়।
দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর শুরু হয়েছিল সংবিধান প্রণয়নের প্রস্তুতি।
ভারতীয় সংবিধান হাতে লেখা হয়েছিল, যা এখনও সংসদ লাইব্রেরিতে সুরক্ষিত রয়েছে। এটি প্রস্তুত করতে দুই বছরেরও বেশি সময় লেগেছিল।
বলা হয়ে থাকে, এটিই বিশ্বের সবচেয়ে বড়, হাতে লেখা সংবিধান।
ভারতের প্রতিরক্ষা শক্তির বহর, ভারতীয় বাহিনীর বিভিন্ন রেজিমেন্টের প্যারেড, অস্ত্রের সম্ভার থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আধাসামরিক বাহিনীর প্যারেড, বায়ুসেনার মহড়া নজর কাড়ে।-
নিয়ম মেনে নয়াদিল্লির কর্তব্য় পথে আয়োজিত হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। এবার অতিথি হিসেবে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। - ২০২৪ সালে দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা’।
সকাল সাড়ে ১০টা নাগাদ নয়া দিল্লির কর্তব্যপথে এই প্যারেড শুরু হবে। আনুমানিক দেড় ঘন্টা ধরে চলবে এই অনুষ্ঠান।
Republic Day 2024 : রাজভবনে অনুষ্ঠিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস
রাজভবনে অনুষ্ঠিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল। শিলিগুড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে সমারোহে উদযাপিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেট্রো রেলের তরফেও আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। পূর্ব রেলের পক্ষ থেকে ৭৫তম প্রজাতন্ত্র দিবস সমারোহের সঙ্গে উদযাপিত হল বেহালার জেমস লং সরণির রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে। জাতীয় পতাকা উত্তোলন করন পূর্ব রেলের জেনারেল মে্যানেজার মিলান্দ কে দেউসকর। পার্ক স্ট্রিটে মেট্রো রেল ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। জাতীয় সঙ্গীতের পর কুচকাওয়াজ হয়। সিজিও কমপ্লেক্সেও প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠিত হয়। মুদিয়ালি ক্লাবের তরফেও ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়।
Republic Day 2024 News Live: প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান
প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান। সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডাঃ বিআর আম্বেদকর।ভারতের সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয়। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়।
Republic Day 2024: কর্তব্য পথ ছাড়লেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট
প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান শেষ, এবার একে একে কর্তব্য পথ ছাড়লেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট।
#WATCH | Delhi | President Droupadi Murmu and French President Emmanuel Macron depart from Kartavya Path after the conclusion of #RepublicDay2024 parade. pic.twitter.com/Gm4IP18peG
— ANI (@ANI) January 26, 2024
Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে সাংষ্কৃতিক অনুষ্ঠান
প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান। অংশ নিয়েছেন ১৫০০ হাজার নৃত্যশিল্পী ।
#WATCH | Cultural performances form a part of the #RepublicDay2024 celebrations at the Kartavya path in Delhi. The performing group consists of 1500 dancers giving the message of unity in diversity. pic.twitter.com/JQn94lLs1H
— ANI (@ANI) January 26, 2024
Rafale Aircraft Flies On Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে আকাশপথে যুদ্ধবিমান রাফাল
প্রজাতন্ত্র দিবসে আকাশপথে যুদ্ধবিমান রাফাল।
#WATCH | One Rafale aircraft flies in at 900 kmph over water channel north of Kartavya Path, marking the conclusion of #RepublicDay2024 parade at Kartavya Path. pic.twitter.com/tELQmqEesq
— ANI (@ANI) January 26, 2024