এক্সপ্লোর
‘আমরা করে দেখিয়েছি পাপা’, মহারাষ্ট্র ভোটে দুই ভাইয়ের জয়ে প্রয়াত বিলাসরাওকে স্মরণ অভিনেতা-পুত্র রীতেশের
বর্তমানে ‘হাউসফুল ৪’ ছবির প্রচারে ব্যস্ত রীতেশ।

মুম্বই: সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট লড়াইয়ে জিতেছেন প্রয়াত বিলাসরাও দেশমুখের দুই ছেলে অমিত ও ধীরজ। আর সেই আনন্দে ভেসেছেন তাঁদের আরেক ভাই তথা বলিউড অভিনেতা রীতেশ।
ভোটপ্রচারের সময় দুই ভাইয়ের সঙ্গেই দেখা গিয়েছিল রীতেশকে। বর্তমানে ‘হাউসফুল ৪’ ছবির প্রচারে ব্যস্ত তিনি। কিন্তু তার মধ্যেও, টুইটারে তিনি দুই ভাইয়ের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা। তাঁদের অভিনন্দন জানান। একইসঙ্গে, প্রয়াত বাবাকে স্মরণও করেন। ভোটপ্রচারের একটি ছবি শেয়ার করে তার সঙ্গে রীতেশ লেখেন, ‘আমরা করে দেখিয়েছি পাপা। ৪২ হাজারের বেশি ভোট-ব্যবধানে লাতুর গ্রামীণ আসন জিতেছে অমিত। লাতুর(শহর) আসনটি ধীরজ জিতেছে ১ লক্ষ ২০ হাজার ভোটে। এই বিশ্বাস ও আস্থার জন্য লাতুরবাসীকে ধন্যবাদ।’We did it PAPPA!!! @AmitV_Deshmukh wins Latur (city) by 42000+ votes for the 3rd consecutive time.@MeDeshmukh wins Latur (rural) by 1,20,000 votes.
Thank you people of Latur for this faith & trust. pic.twitter.com/pOGFsmoEJU — Riteish Deshmukh (@Riteishd) October 24, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















