Russia Ukraine War: মারিউপোল দখলে মরিয়া লড়াই, স্কুল-বিমানবন্দর-সেতুতে হামলা রাশিয়ার
Russia Ukraine Conflict: যুদ্ধের ২৪ তম দিনে ইউক্রেনের প্রবল প্রতিরোধের মুখে রাশিয়া। লাগাতার রুশ হামলার মুখে পাল্টা জবাব ইউক্রেনেরও।
নয়া দিল্লি: ইউক্রেনে একের পর এক স্কুল লক্ষ্য করে রাশিয়ার হামলা। রুশ হামলায় ৪১১টি শিক্ষাকেন্দ্র, ১৫টি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত। রুশ হামলায় ইউক্রেনের ৩৫০টি সেতু, ১৬০০ বহুতল ধ্বংস। মারিউপোল দখলে শেষ লড়াই রাশিয়ার, পাল্টা জবাব ইউক্রেনের।
যুদ্ধের ২৪ তম দিনে ইউক্রেনের প্রবল প্রতিরোধের মুখে রাশিয়া। লাগাতার রুশ হামলার মুখে পাল্টা জবাব ইউক্রেনেরও। এখনও পর্যন্ত ১৪ হাজার ৪০০ রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের। রাশিয়ার ৪৬৬টি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের পাল্টা হামলায় নিহত রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল। ১ লক্ষ ৯০ হাজার রুশ সেনা ঢুকে পড়ার দাবি ইউক্রেনের। কিভে রুশ হামলায় নিহত শতাধিক সাধারণ মানুষ, দাবি ইউক্রেনের। ডনেৎস্কে জনবহুল এলাকা লক্ষ্য করে লাগাতার রুশ হামলা। ডনেৎস্কের ৮টি জায়গায় স্কুল, শপিং সেন্টার, জাদুঘর লক্ষ্য করে হামলা। ইউক্রেনের এখনও পর্যন্ত রুশ হামলায় শতাধিক শিশুর মৃত্যু। পাল্টা কিভে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করল ইউক্রেনের সেনাবাহিনী। পশ্চিম ইউক্রেনে হাইপারসোনিক অস্ত্র দিয়ে রাশিয়ার হামলা। পশ্চিম ইউক্রেনে প্রথমবার রুশ হাইপারসোনিক ‘কিনঝল’ ক্ষেপণাস্ত্র হানা। ইউক্রেনের সেনা ডিপো লক্ষ্য করে লাগাতার রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের লিভ বিমানবন্দরের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। চেরনোহিবে রুশ সেনার হামলায় ইউক্রেনের ১০জনের মৃত্যু।
এখনও মারিউপোলে আটকে ৩ লক্ষের বেশি সাধারণ মানুষ। খাবার, জলের পর এবার মারিউপোলে মেডিক্যাল সাপ্লাইও বন্ধ। মারিউপোস, লুহান্স, খেরসন আটকে পড়াদের উদ্ধারে ‘হিউম্যান করিডর’। ১০টি হিউম্যান করিডর দিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। ১০ রুশ কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে বুলগেরিয়া ছাড়ার নির্দেশ। স্লোভাকিয়াকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো। মারিউপোলের থিয়েটারে এখনও আটকে ১৩০০ ইউক্রেনীয়। রুশ বোমা বর্ষণের পর ধ্বংসস্তূপে পরিণত মারিউপোলের থিয়েটার। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে রাশিয়ার লাগাতার রুশ বিমান হানা।
ইউক্রেনকে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে স্লোভাকিয়া। স্লোভাকিয়াকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে জার্মানি-নেদারল্যান্ডস। এমআইএম-১০৪ প্যাট্রিয়ট পিএসি-৩ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়াকে চিনের সামরিক সাহায্য নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। রাশিয়াকে সামরিক সাহায্য করে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি আমেরিকার। ২ দেশের প্রেসিডেন্টের প্রায় ২ ঘণ্টার কথার পরেও উদ্বিগ্ন আমেরিকা। রাশিয়ার বিরুদ্বে জৈব অস্ত্রের ভয় দেখাতে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ। চিনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, মার্কিন হুঁশিয়ারিতে পাল্টা হুমকি রাশিয়ার। গোটা বিশ্বকে দেখিয়ে দেব, আমেরিকাকে পাল্টা হুমকি রাশিয়ার।
বাইডেন-জিনপিং ফোনালাপের পরেও, যুদ্ধের ২৪তম দিনে ইউক্রেনে লাগাতার রুশ হামলা। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪০টি বিমান হামলা চালিয়েছে। আজভ সাগরও তাদের নিয়ন্ত্রণের বাইরে। রাজধানী কিভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে চলছে রুশ হামলা। একের পর এক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। রুশ বোমায় ধ্বংস হয়ে যাওয়া মারিউপোলের থিয়েটার হলে এখনও তেরোশোর বেশি মানুষ আটকে রয়েছেন বলে দাবি।
এরই মাঝে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।জেলেনস্কির দাবি, শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনাই নিজের ক্ষতি রুখতে রাশিয়ার কাছে একমাত্র পথ। এটা দেখা করা, কথা বলার সময়। এটা ইউক্রেনের অখণ্ডতা এবং ন্যায়বিচার পুনরুদ্ধারের সময়। না হলে, রাশিয়ার এমন ক্ষতি হবে যে তারা কয়েক প্রজন্মের মধ্যে আর ঘুরে দাঁড়াতে পারবে না। হুঁশিয়ারি জেলেনস্কির।