Russian Helicopter Missing: মাঝ আকাশে রহস্যজনক ভাবে নিখোঁজ রুশ হেলিকপ্টার, সওয়ার ছিলেন ২২ জন
Russian Helicopter: রাশিয়ার Interfax সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার Mi-8 হেলিকপ্টারটি কামচাটকার ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে ওড়ে।
মস্কো: যাত্রী সমেত মাঝ আকাশ থেকে নিখোঁজ রুশ হেলিকপ্টার। তিন হেলিকপ্টার কর্মী-সহ মোট ২২ জন হেলিকপ্টারে সওয়ার ছিলেন। কামচাটকা উপদ্বীপের আকাশ থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর। হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে না পৌঁছনোয় খোঁজ শুরু হয় হেলিকপ্টারটির। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। (Russian Helicopter Missing)
রাশিয়ার Interfax সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার Mi-8 হেলিকপ্টারটি কামচাটকার ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে ওড়ে। Mi-8 হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার। ১৯৬০ সালে হেলিকপ্টারটির নকশা তৈরি হয়। রাশিয়া ছাড়াও প্রতিবেশী দেশগুলিতে ওই হেলিকপ্টারের ব্যবহার চোখে পড়ে। (Russian Helicopter)
হেলিকপ্টারটির খোঁজে উদ্ধারকারীদের একাধিক দল গঠন করা হয়েছে। হেঁটে তল্লাশি চালাচ্ছে একটি দল। তল্লাশি চলছে আকাশপথেও। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, সকালে ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে উড়েছিল হেলিকপ্টারটি। এলাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, ঘন কুয়াশার প্রকোপও ছিল।
এই ঘটনায় তদন্তও শুরু হয়েছে। ট্রাফিক সেফটি আইন এবং ট্রান্সপোর্ট অপারেশন্স আইন লঙ্ঘন করে হেলিকপ্টারটি উড়ছিল কি না দেখা হচ্ছে। তবে Mi-8 হেলিকপ্টার আগেও একাধিক বার দুর্ঘটনার কবলে পড়েছে। তাই ঠিক কী ঘটেছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এমনিতে কামচাটকা পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কামচাটকা মস্কোর ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। আলাস্কার ২ হাজার কিলোমিটার পূর্বে কামচাটকা র অবস্থান। বছরভর সেখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে।
এর আগে, গত ১২ অগাস্ট এমনই একটি Mi-8 হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়। ১৬ জনকে নিয়ে কামচাটকায় ভেঙে পড়ে হেলিকপ্টারটি। Mi-8 হেলিকপ্টার পরিচালনা করে Vityaz-Aero সংস্থা। ১২ অগাস্ট যে কপ্টারটি ভেঙে পড়ে, তাতে ১৩ জন যাত্রী এবং তিন কপ্টার কর্মী সওয়ার ছিলেন। কামচাটকার দক্ষিণে হ্রদের মধ্যে ভেঙে পড়ে সেটি। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ থেকে পর্যটকদের নিয়ে আকাশে উড়েছিল হেলিকপ্টারটি। একেবারে হ্রদের জলেই ভেঙে পড়ে সেটি।
জানুয়ারি মাসে মস্কোমুখী একটি চার্টার বিমান ভেঙে পড়ে আফগানিস্তানে। সেটি ছিল ফ্রান্সের দাসোঁর তৈরি ফ্যালকন ১০ বিমান। বিমানে চার কর্মী এবং দুই যাত্রী সওয়ার ছিলেন। পাটায়া থেকে মস্কো যাচ্ছিল। আফগানিস্তান জানায়, তাদের দেশের উপর দিয়ে যাওয়ারই কথা ছিল না বিমানটির। যান্ত্রিক গোলযোগের জেরেই বিমানটি ভেঙে পড়ে বলে জানা যায়।