Snake Bite : বাসন্তীতে সাপের কামড়ে মৃত্যু নাবালিকার, পরিবারের কুসংস্কারের 'বলি' ?
বাসন্তীর দক্ষিণ মোকামবেরিয়া গ্রামে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায় সঞ্চিতাকে। অভিযোগ উঠেছে, সাপে কামড়ানোর পর ওই নাবালিকাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল।
শান্তনু নস্কর, বাসন্তী : এবার বাসন্তীতে সাপের কামড়ে মৃত্যু হল এক নাবালিকার। নাম সঞ্চিতা নস্কর(৮)। সাপে কামড়ানোর পর ওঝার কাছে দীর্ঘক্ষণ সময় নষ্ট করার কারণেই আট বছরের সঞ্চিতার মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের।
গতকাল ছিল বিশ্ব সাপ দিবস। সেই রাতেই বাসন্তীর দক্ষিণ মোকামবেরিয়া গ্রামে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায় সঞ্চিতাকে। এদিকে অভিযোগ উঠেছে, সাপে কামড়ানোর পর ওই নাবালিকাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও মৃতার পরিবার শিকার করেনি, তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। শুধু তাই নয়, মৃত্যুর পর কলার ভেলায় চাপিয়ে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে মৃতদেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের দাবি, সাপে কামড়ানোর দীর্ঘক্ষণ পর নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর কথা জেনেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে যায়। ফের তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত ওঝার নির্দেশে কলার ভেলায় ভাসানোর চেষ্টা করছিল পরিবার।
বাসন্তীর বিএমওই সৈকত বেরা জানান, গতকাল রাত ১২টার পর মৃত অবস্থায় আনা হয়েছিল ওই নাবালিকাকে। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মৃতদেহ নিয়ে চলে যায় পরিবার। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করাই এই পরিণতি।
ওই নাবালিকার সম্পর্কে আত্মীয় এক ঠাকুমা জানান, সঞ্চিতা তার দিদিমার কাছে ঘুমাচ্ছিল। কিছু একটা তাকে কামড়ায়। প্রাথমিকভাবে বিষয়টি বোঝা না গেলেও পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওঝা বাড়ি এসেছিল। বলেছিল, সাপ গর্তে ঢুকে গেছে। আর বাঁচানো যাবে না।
এদিকে যতন দলুই নামে অপর এক আত্মীয় জানান, সঞ্চিতা মারা যাওয়ার পর হিন্দুশাস্ত্র মতে, কলার ভেলায় তার মৃতদেহ ভাসানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু, পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়।