এক্সপ্লোর
সচিনের জন্মদিনে বিরাটের শুভেচ্ছা
২০১৩-য় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। ব্যাটিংয়ের সমস্ত শ্রেষ্ঠ রেকর্ড তাঁর দখলে ছিল।
মুম্বই: সচিন তেণ্ডুলকরের ৪৭ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে তিনি সচিনের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে লিখেছেন, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, যাঁর ক্রিকেট নামক খেলাটির প্রতি প্যাশন অসংখ্য মানুষকে প্রেরণা দিয়েছে। বছরটা আপনার দুর্দান্ত কাটুক পাজি।
Happy birthday to the man whose passion for the game of cricket has inspired many. Wishing you an amazing year ahead paaji. 😊🎂 @sachin_rt pic.twitter.com/Mj7tE9evHg
— Virat Kohli (@imVkohli) April 24, 2020
বিরাটের মতই সচিনকে জানিয়েছেন আর এক প্রবাদপ্রতিম ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। বীরু লিখেছেন, ইনি যখন ব্যাট করতেন তখন সত্যিই সময় থেমে যেত। তবে তাঁর কেরিয়ার সব থেকে বেশি ধরা পড়েছে এই দুটি ছবিতে। বিশেষ করে এই কঠিন সময়ে মনে রাখা উচিত, সব দুঃখের পরেই জয় আসে।
True that the great man could stop time in India when batting. But the biggest inspiration @sachin_rt Paaji’s career is summed up is in these two pictures. Much needed to remember especially in these difficult times that after every adversity comes victory #HappyBirthdaySachin 🙏🏼 pic.twitter.com/UODlDjbCEL
— Virender Sehwag (@virendersehwag) April 24, 2020
২০১৩-য় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। ব্যাটিংয়ের সমস্ত শ্রেষ্ঠ রেকর্ড তাঁর দখলে ছিল। তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র নায়ক যিনি ১০০টি আন্তর্জাতিক শতরান করেছেন ৫১টি টেস্ট শতরান রয়েছে তাঁর, একদিনের আন্তর্জাতিকে শতরান ৪৯টি। একদিনের ম্যাচে তিনিই প্রথম পুরুষ ক্রিকেটার যিনি দ্বিশতরান করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement