এক্সপ্লোর
Advertisement
Live Updates: সিএএ, এনপিআর বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রাজ্যের শিক্ষকদের আবেদন: কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পঞ্জাব বিধানসভায়ও
LIVE
Background
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ২০ জন শিক্ষকের পেশ করা আবেদনের ব্যাপারে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সিএএ ছাড়াও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) তৈরির জন্য গত ৩১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করেছেন ওই শিক্ষকরা।
সিএএ, এনপিআর, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। সিএএ-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একগুচ্ছ পিটিশন দায়ের হয়েছে। কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্য এনপিআর প্রক্রিয়া কার্যকর না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। পাশাপাশি কেরল সরকার সিএএ-র বিরোধিতা করে প্রথম রাজ্য হিসাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।
18:13 PM (IST) • 17 Jan 2020
পঞ্জাব বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব অনুমোদন পেল। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ জানিয়েছেন, পঞ্জাব ও অন্যান্য যে রাজ্যগুলি এই আইনের বিরোধিতা করছে, সেখানে তা চালু করতে গেলে কেন্দ্রকে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। কেরলের মতো তাঁর সরকারও এ ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবে বলে জানান অমরিন্দর।
16:13 PM (IST) • 17 Jan 2020
পঞ্জাব বিধানসভায়ও বিতর্কিত সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পেশ হল শুক্রবার। বিধানসভার ২ দিনের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন প্রস্তাবটি পেশ করেন রাজ্যের মন্ত্রী ব্রহ্ম মহীন্দ্র। প্রস্তাব পাঠ করে তিনি বলেন, সংসদে অনুমোদিত সিএএর-র জন্য সারা দেশে ব্যাপক ক্ষোভ, অসন্তোষের সূচনা করেছে। পঞ্জাবেও এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ পথে জোর প্রতিবাদ হয়েছে, যাতে আমাদের সমাজের সব অংশ সামিল। সংসদে সিএএ-র পক্ষে ভোট দিলেও শিরোমনি অকালি দল (স্যাড) অমরিন্দর সিংহ সরকারের এই প্রস্তাব সমর্থন করেছে। দলের নেতা বিক্রম মাঝি বলেন, জনসাধারণকে যদি লাইনে দাঁড়িয়ে কোথায় জন্ম হয়েছে, জানাতে হয়, তবে এধরনের আইনের বিরুদ্ধে আমরা।
15:27 PM (IST) • 17 Jan 2020
কেরল বিধানসভায় সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলিধরনের গলায় হুঁশিয়ারির সুর। তিনি বলেছেন, কেরল সরকারের বোঝা উচিত, তারা আইন, সংবিধানের ঊর্ধ্বে নয়। যেসব বিষয়ের সঙ্গে তাদের সম্পর্ক নেই, সেগুলি নিয়ে প্রস্তাব পাশ করিয়ে আদালতে গিয়ে সাধারণ মানুষের অর্থের বাজে খরচ যেন তারা না করে।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement