Live Updates: সিএএ, এনপিআর বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রাজ্যের শিক্ষকদের আবেদন: কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পঞ্জাব বিধানসভায়ও

Background
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ২০ জন শিক্ষকের পেশ করা আবেদনের ব্যাপারে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সিএএ ছাড়াও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) তৈরির জন্য গত ৩১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করেছেন ওই শিক্ষকরা।
সিএএ, এনপিআর, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। সিএএ-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একগুচ্ছ পিটিশন দায়ের হয়েছে। কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্য এনপিআর প্রক্রিয়া কার্যকর না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। পাশাপাশি কেরল সরকার সিএএ-র বিরোধিতা করে প্রথম রাজ্য হিসাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।






















