Covid vaccine Update: প্রথম ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি ! করোনার দ্বিতীয় ডোজ নেওয়া নিরাপদ তো ? কী বলছে গবেষণা
কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চলছে বিশ্বজুড়ে গবেষণা। ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি দেখলেই চিন্তায় পড়ছেন গ্রহীতারা। সম্প্রতি সেই গ্রহীতাদের স্বস্তি দিয়েছে মার্কিন মুলুকের এক গবেষণা।
নিউইয়র্ক: ভ্যাকসিনের প্রথম ডোজে অ্যালার্জি হলেও দ্বিতীয়টি নিতে পিছপা হবেন না। সম্প্রতি ভ্যাকসিন গ্রহীতাদের আশ্বস্ত করেছে মার্কিন মুলুকের এক গবেষণা। যেখানে বলা হয়েছে, প্রথম ডোজে অ্যালার্জি হলেও শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে না দ্বিতীয় ভ্যাকসিন। কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চলছে বিশ্বজুড়ে গবেষণা। ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি দেখা দিলে চিন্তায় পড়ছেন গ্রহীতারা। সম্প্রতি সেই গ্রহীতাদের স্বস্তি দিয়েছে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের এক গবেষণা। যে হাসপাতালের গবেষকরা জানিয়েছেন, mRNA Covid-19 ভ্যাকসিনের প্রথম ডোজে সমস্যা হলেও দ্বিতীয় ডোজ অবশ্যই নেওয়া উচিত। এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় গ্রহীতার।
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের অ্যালার্জি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরণের পার্শ্বপ্রতিতিক্রিয়া অতি সাধারণ। একটি রিপোর্টে দেখা দিয়েছে, ১০,০০০ জন গ্রহীতার মধ্যে মাত্র ২.৫ জনের দেহে ভয়ানক অ্যালার্জি হয়েছে। এই অ্যালার্জির অবস্থাকে অ্যানাফিল্যাক্সিস বলা হয়। ভ্যাকসিন নেওয়ার পর সারা শরীরে ছড়িয়ে পড়ে এই অ্যালার্জি। যদিও mRNA Covid-19 ভ্যাকসিন নেওয়ার পর মাত্র ২ শতাংশের মধ্যে এই অ্যালার্জি ধরা পড়েছে।
সম্প্রতি JAMA ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। যেখানে ১৮৯ রোগীর মধ্যে ৩২ জনের দেহে এই অ্যানাফিল্যাক্সিস দেখা যায়। যা নিয়ে গ্রহীতাদের মনে ভ্যাকসিন সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়। যদিও পরে ১৫৯ রোগী ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিতে যান। ঘটনাক্রমে কোনও ধরণের সমস্যা ছাড়াই ডোজ নিয়েছেন তাঁরা। এদের মধ্যে ১৯ জনের প্রথম ডোজ নেওয়ার পর অ্যানাফিল্যাক্সিস হয়েছিল। যদিও দ্বিতীয় ডোজ নেওয়ার পর তাঁদের শরীরে কোনও বিরূপ প্রতিক্রিয়া হয়নি। অর্থাৎ ৮৪ শতাংশ রোগীর দ্বিতীয় ভ্যাকসিনের ডোজে কোনও সমস্যা হয়নি।
তবে সমস্যার মুখে পড়েন ৩২ জন (২০ শতাংশ রোগী)। যাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়। যদিও সামান্য সেই অ্যালার্জি অ্যান্টিহিস্টামাইন দিতেই সেরে যায়। এপ্রসঙ্গে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের এমডি ম্যাথু এস ক্রানজ বলেন, ''প্রথম ডোজ নেওয়ার পর অনেকের শরীরে গোল চাকা চাকা স্পট তৈরি হয়। কারও বা শরীর চুলকোতে থাকে। অ্যালার্জি স্পেশ্যালিস্টের কাছে পাঠানো হয় তাঁদের।''
অ্যালার্জির বিষয়ে একই সুর শোনা গিয়েছে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের এমডি এলিনা ব্যানার্জির মুখে। এ বিষয়ে তিনি বলেন, ''গবেষণায় দেখা গিয়েছে, প্রথম ডোজে অ্যালার্জি হলেও দ্বিতীয় ডোজে সমস্যা হয়নি রোগীদের। তাই mRNA Covid-19 ভ্যাকসিন সবার জন্যই সেফ।''