এক্সপ্লোর
মাঝে মাঝেই আগুনের স্বপ্ন দেখছেন? কী এর অর্থ, জেনে নিন
স্বপ্নে আগুন দেখার অর্থ, আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

কলকাতা: আমরা মাঝে মধ্যেই নানারকম স্বপ্ন দেখি কিন্তু এর অর্থ বুঝতে পারি না। অনেকে স্বপ্নে আগুনের শিখা দেখতে পান। আগুনের অর্থ পুনরুজ্জীবন, যা আমাদের নিষ্পাপ ও পবিত্র করে। আমাদের স্বপ্নের সঙ্গে বাস্তব কোনও না কোনওভাবে সম্পর্কিত বলে মনে করা হয়, তা আমাদের জীবন ও ভবিষ্যতে যা হতে চলেছে তার ইঙ্গিত দেয়। স্বপ্নে আগুন দেখার অর্থ, আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
অনেকে মনে করেন, স্বপ্নে আগুন দেখার সঙ্গে আধ্যাত্মিক জাগরণ কোনও না কোনওভাবে যুক্ত। আবার জীবনের বর্তমান অবস্থার সঙ্গেও তার যোগ থাকতে পারে। আগুন জ্ঞানের প্রতীক, এর অর্থ, আপনি আরও জ্ঞানের আলো পেতে চান। আগুন আপনার চিন্তাভাবনা স্বচ্ছ করবে, নিজেকে ছাপিয়ে যাওয়ার জন্য এই স্বচ্ছতা জরুরি। এছাড়া আগুনের আর একটি অর্থ হতে পারে, তা হল, আপনি আগুনে ভয় পান। হয়তো আগুনে ক্ষয়ক্ষতির কথা পড়েছেন, আশঙ্কা, ফের এমত ঘটতে পারে।
স্বপ্নে কী ধরনের আগুন দেখেছেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে। যে আগুন আমাদের উষ্ণতা দেয়, আরাম দেয়, তার থেকে ধ্বংস করার আগুন অনেক আলাদা। স্বপ্নের অর্থ পরিষ্কার বুঝতে হলে স্বপ্নে ঠিক কী কী দেখেছেন তা সম্পূর্ণ মনে রাখা জরুরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
