এক্সপ্লোর
Advertisement
ফের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু অ্যাসট্রাজেনেকার, ডিসিজিআই সম্মতি দিলে তারাও আবার শুরু করবে, জানাল সিরাম
এক বিবৃতিতে আজ অ্য়াসট্রাজেনেকা জানায়, অ্য়াসট্রাজেনেকা অক্সফোর্ডের করোনাভাইরাস ভ্যাকসিন এজেডডি১২২২ এর ক্লিনিকাল ট্রায়াল ব্রিটেনে ফের শুরু হয়েছে। সেখানকার মেডিসিনস রেগুলটরি অথরিটি নিশ্চিত করেছে, ট্রায়াল শুরু করা নিরাপদ।
নয়াদিল্লি: ফের আশার আলো করোনাভাইরাস মোকাবিলার ভ্যাকসিন গবেষণায়। ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্য়াসট্রাজেনেকার যৌথ ভাবে তৈরি ভ্যাকসিনের স্থগিত থাকা ক্লিনিকাল ট্রায়াল আবার শুরু হচ্ছে। আজ ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাসট্রাজেনেকা ফের কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চলেছে বলে জানিয়েছে। তারপরই এদেশে ওই ভ্যাকসিন নিয়ে কাজ করা সিরাম ইনস্টিটিউট জানাল, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) সম্মতি দিলেই তারাও আবার ট্রায়াল শুরু করে দেবে। ডিসিজিআই পুণের সিরাম ইনস্টিটিউটকে এর আগে শোকজ নোটিস পাঠিয়ে জানতে চেয়েছিল, ব্রিটেনে ওই ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের শরীরে স্পাইনাল কর্ডের ক্ষতি হওয়ার মতো স্নায়বিক কিছু সমস্যার লক্ষণ দেখা দেওয়ায় অন্য় কয়েকটি দেশে পরীক্ষানিরীক্ষা, ট্রায়াল বন্ধ রাখা হলেও তারা কেন তা চালিয়ে যাচ্ছে। তারপরই সিরাম ইনস্টিটিউট ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল স্থগিতের কথা জানায়। ওই ট্রায়াল সামনের সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল।
এক বিবৃতিতে আজ অ্য়াসট্রাজেনেকা জানায়, অ্য়াসট্রাজেনেকা অক্সফোর্ডের করোনাভাইরাস ভ্যাকসিন এজেডডি১২২২ এর ক্লিনিকাল ট্রায়াল ব্রিটেনে ফের শুরু হয়েছে। সেখানকার মেডিসিনস রেগুলটরি অথরিটি নিশ্চিত করেছে, ট্রায়াল শুরু করা নিরাপদ।
সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সিইও আদর পুনাওয়ালা আবার অ্যাসট্রাজেনেকার ফের ট্রায়াল শুরুর খবর বেরনোর পর ট্যুইট করেছেন, আমি আগে যেমনটা বলেছিলাম, ট্রায়াল পুরোপুরি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের চট করে কোনও সিদ্ধান্তে আসা উচিত নয়। কেন আমাদের গোটা প্রক্রিয়ায় বাধা হয়ে ওঠা উচিত নয়, বরং শেষ পর্যন্ত তাকে মেনে এগনো উচিত, সাম্প্রতিক ঘটনাক্রমই তার স্পষ্ট উদাহরণ। ভাল খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এক স্বেচ্ছাসেবকের অসুস্থ হওয়ার পর অ্যাসট্রাজেনেকার করোনাভাইরাস ভ্য়াকসিনের পরীক্ষামূলক ট্রায়াল স্থগিত রাখা নিয়ে বলেছেন, ক্লিনিকাল পরীক্ষানিরীক্ষার অগ্রগতিতে যে উত্থান, পতন ঘটে, সেটাই মনে করিয়ে দিল এটা। আমাদের প্রস্তুত থাকতে হবে।As I’d mentioned earlier, we should not jump to conclusions until the trials are fully concluded. The recent chain of events are a clear example why we should not bias the process and should respect the process till the end. Good news, @UniofOxford. https://t.co/ThIU2ELkO3
— Adar Poonawalla (@adarpoonawalla) September 12, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement