এক্সপ্লোর
শাহরুখের অফিসের কোয়ারান্টিন সেন্টারে এবার ১৫ শয্যার আইসিইউয়ের বন্দোবস্ত, থাকছে ভেন্টিলেটর সহ জরুরি যন্ত্রপাতি
শাহরুখের মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও বিএমসি-র সহযোগিতায় আজ থেকেই ১৫ বেডের আইসিইউ পরিষেবা সচল হচ্ছে বলে খবর। ভবনের প্রথম তলে থাকছে ৬টি শয্যা, যার সঙ্গে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা, আর দোতলায় থাকবে ৫টি আইসিইউ শয্যা, স্ট্যান্ডবাই হিসাবে আরও চারটি বেড।
![শাহরুখের অফিসের কোয়ারান্টিন সেন্টারে এবার ১৫ শয্যার আইসিইউয়ের বন্দোবস্ত, থাকছে ভেন্টিলেটর সহ জরুরি যন্ত্রপাতি Shah Rukh Khan office turned into 15-bed ICU COVID-19 facility by BMC শাহরুখের অফিসের কোয়ারান্টিন সেন্টারে এবার ১৫ শয্যার আইসিইউয়ের বন্দোবস্ত, থাকছে ভেন্টিলেটর সহ জরুরি যন্ত্রপাতি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/02171511/shahrukh_PTI.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনাভাইরাস অতিমারীর সময় শাহরুখ খান, গৌরী খান আবার সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন। আগেই কিং খান তাঁর খারের অফিসকে উপসর্গহীন কোভিড-১৯ সংক্রমিতদের কোয়ারান্টিন সেন্টার তৈরির জন্য ছেড়ে দিয়েছেন। এবার শাহরুখ-গৌরীর অফিসে সঙ্কটাপন্ন করোনা রোগীদের জন্য় আইসিইউ তৈরি হচ্ছে। সেখানে গত ১৫ জুলাই থেকেই ১৫ শয্যার আইসিইউ বানানোর কাজ চলছে। শাহরুখ তাঁর চারতলা অফিস বাড়ি বৃহন্মুম্বই পুরসভাকে ছেড়ে দিয়েছেন। সেখানেই প্রথমে হয় কোয়ারান্টিন কেন্দ্র। সেটাকেই এবার পুরোদস্তুর আইসিইউয়ে বদলে ফেলার প্রক্রিয়া চলছে।
শাহরুখের মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও বিএমসি-র সহযোগিতায় আজ থেকেই ১৫ বেডের আইসিইউ পরিষেবা সচল হচ্ছে বলে খবর। ভবনের প্রথম তলে থাকছে ৬টি শয্যা, যার সঙ্গে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা, আর দোতলায় থাকবে ৫টি আইসিইউ শয্যা, স্ট্যান্ডবাই হিসাবে আরও চারটি বেড।
এপর্যন্ত কোয়ারান্টিন সেন্টারে ভর্তি ছিলেন ৬৬ জন রোগী, যাঁদের ৫৪ জন পুরো সুস্থ হয়ে ওঠার পর ছাড়া পেয়েছেন। কোয়ারান্টিন কেন্দ্রকে আইসিইউতে বদলে দেওয়ার সময় বাকি ১২ জন রোগীকে অন্যত্র সরানো হয়।
শাহরুখ-গৌরী অতীতেও নানা সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছেন। গত ২৪ এপ্রিল তাঁরা চলতি করোনা অতিমারীর সময় মহারাষ্ট্র সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। ভেন্টিলেটর ও অন্যান্য জরুরি ব্যবস্থা, যন্ত্রপাতি সমেত এই আইসিইউ অতি বিপন্ন রোগীদের বাঁচানোয় বড় ভূমিকা নেবে বলে মনে করছেন অনেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)