Fake Covid Vaccine: কোভিড টিকার বদলে রোগীকে স্যালাইন ইঞ্জেকশন, হাতেনাতে গ্রেফতার চিকিৎসক
Saline Injecting instead Of Covid Vaccine: ওই চিকিৎসক দীর্ঘদিন ধরেই রোগীদের কোভিড টিকার বদলে স্যালাইন ওয়াটার (Saline Solution) ভায়ালে করে ইঞ্জেক্ট করে যাচ্ছিলেন।
নয়া দিল্লি: কোভিড টিকা (Covid Vaccine) নিয়ে এমনিতেই ভ্রান্ত ধারণা ও নানা মিথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টিকার কার্যকারীরা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। সেই সময়ই ধরা পড়ল এক চিকিৎসকের (Doctor) ভুয়ো কার্যকলাপ। অভিযোগ, ওই চিকিৎসক দীর্ঘদিন ধরেই রোগীদের কোভিড টিকার বদলে স্যালাইন ওয়াটার (Saline Solution) ভায়ালে করে ইঞ্জেক্ট করে যাচ্ছিলেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী হয়েছে?
সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিলের একজন প্র্যাকটিশনার চিকিৎসক ডাঃ জিপসন কোয়াহ প্রায় ১৮ মাস ধরে এই কাজ করে গিয়েছেন। তবে সোমবার কাউন্সিলের তরফে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসকের বিরুদ্ধে ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ তুলে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে প্রতারণা করায় অভিযুক্ত করা হয়েছে।
জনসাধারণের সুরক্ষা এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চিকিৎসককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি, এমনটাই স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন, 'আমি মেরেও দিতে পারি', শান্তি চুক্তি নিয়ে জেলেনস্কিকে হুঁশিয়ারি পুতিনের?
অভিযোগে কী বলা হয়েছে?
বলা হয়েছে যে রোগীদের একটি COVID-19 টিকার পরিবর্তে স্যালাইন সলিউশন দিয়েছে। এমনকি সেই ভুয়ো রেকর্ড স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় টিকা রেজিস্ট্রিতেও নথিভুক্ত করেছিলেন। সংবাদমাধ্যম নিউজ এশিয়া রিপোর্ট করেছে, এই রোগীদের ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন সলিউশন দেওয়ার জন্য তিনি "অতিরিক্ত চার্জ"ও করেছেন বলে অভিযোগ।
তবে শুধু ভুয়ো টিকা নয়। COVID-19 অ্যান্টিজেন দ্রুত পরীক্ষার (ART) ভুয়ো ফলাফল আপলোড করার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। কাউন্সিলের তরফে জানান হয়, তদন্ত চলছে। মামলাটি দেখার জন্য একটি স্বাধীন অভিযোগ কমিটি নিয়োগ করা হয়েছে। চিকিৎসকের সহকারী, থমাস চুয়া চেং সনের বিরুদ্ধেও স্বাস্থ্য মন্ত্রককে প্রতারণা করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।