Singur Containment Zone : সংক্রমণ রোধের উদ্যোগ, সিঙ্গুরে কন্টেনমেন্ট জোনে মাইকিং; স্যানিটাইজেশন প্রশাসনের
হুগলি জেলার বেশ কয়েকটি পঞ্চায়েত ও পৌরসভার কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেইসব জায়গায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। চলছে স্যানিটাইজেশন, মাইকিং করে সচেতনতা গড়ে তোলা।
সোমনাথ মিত্র, সিঙ্গুর : লক্ষ্য, দ্রুত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা। হুগলি জেলার বেশ কয়েকটি পঞ্চায়েত ও পৌরসভার কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর মধ্যে সিঙ্গুর ব্লকের সিঙ্গুর -২, বড়া ও বৈঁচিপোতা গ্ৰাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে ।
আজ সকাল থেকেই এই তিনটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে মাইকিং করে কঠোরভাবে করোনা বিধি মেনে চলার অনুরোধ করা হয় এলাকাবাসীকে। সেই সঙ্গে বিভিন্ন সংক্রমতি এলাকা স্যানিটাইজ করা হচ্ছে পঞ্চায়েতের উদ্দ্যোগে। করোনা সংক্রমিত ব্যক্তিদের বাড়িতে থাকতে অনুরোধ করার পাশাপাশি বাড়ির লোকজনদেরও বাড়িতেই থাকতে বলা হচ্ছে। সংক্রমতি এলাকার ব্যবসায়ীদের করোনা সম্পর্কিত যে বিধি নিষেধ আছে তা যথাযথভাবে মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।
সিঙ্গুর-২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান জবা কর্মকার বলেন, জেলাশাসকের নির্দেশমতো পঞ্চায়েতের যে ৫টি জায়গা কন্টেনমেন্ট জোন আছে সেখানে স্যানিটাইজ করা, মাইকিং এর মাধ্যমে প্রচার করে জনগণকে সচেতন করা হচ্ছে। সংক্রমতি ব্যক্তিদের বাড়িতে আলাদা করে থাকতে বলা হচ্ছে। বাড়ির সদস্যদের খাবারের কোনও অসুবিধা হলে পঞ্চায়েত থেকে সাহায্য করা হবে এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা যাতে সতর্কতার সঙ্গে সমস্ত সংক্রমিত এলাকা নজরে রাখেন তা বলা হয়েছে।
ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌস্তভ ঘোষ বলেন , কোনও পজিটিভ রিপোর্ট এলেই প্রথমে আমাদের স্বাস্থ্যকর্মীরা তাঁর সাথে যোগাযোগ করছেন। তার পর ব্লক হাসপাতাল থেকে সেই সংক্রমিত ব্যক্তির আমরা টেলি মেডিসিন চালু করে দিচ্ছি । তাছাড়া সংক্রমিত কোনও ব্যক্তির অসুবিধা হলে তাঁরা ফোনে যোগাযোগ করলেই তাঁদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে । সংক্রমিত ব্যক্তির কাছাকাছি আসা মানুষদেরও টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। বাড়ির লোকদেরও কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হচ্ছে এবং এলাকার স্বাস্থ্য কর্মীরা নজর রাখছেন যাতে সংক্রমিত প্রত্যেক ব্যক্তি সমস্ত নিয়ম বিধি মেনে চলেন।