Sonam Raghuvanshi : ত্রিকোণ প্রেম নাকি অন্য কারণ? এবার গলগল করে সত্যি বলবে রাজ-সোনম! বড় পদক্ষেপ করছে রাজার পরিবার
Honeymoon murder: এবার সোনম আর রাজার পরিবার নিতে চলেছে বড় পদক্ষেপ। রাজার পরিবার চায়, পুত্রবধূ সোনম রঘুবংশী এবং তার প্রেমিক রাজ কুশওয়াহার নারকো টেস্ট করাতে।

ইনদৌর: হানিমুন হত্যা-রহস্যে রোজই উঠে আসছে, কোনও না কোনও গোপন তথ্য । পুলিশের হাতে নাকি রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের প্রচুর প্রমাণ। কিন্তু এখনও কি এমন আরও কিছু আছে, যা জানায়নি সোনম বা তার কথিত-প্রেমিক রাজ কুশওয়া। এবার সোনম আর রাজার পরিবার নিতে চলেছে বড় পদক্ষেপ। রাজার পরিবার চায়, পুত্রবধূ সোনম রঘুবংশী এবং তার প্রেমিক রাজ কুশওয়াহার নারকো টেস্ট করাতে।
রাজা রঘুবংশীর হত্যা মামলায় সোনম এবং রাজই প্রধান অভিযুক্ত। সোনমের বিরুদ্ধে তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে হাত মিলিয়ে রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগ রয়েছে। এখন রাজার পরিবার তাদের দুজনের নারকো টেস্টের করানোর জন্য মেঘালয় হাইকোর্টের দ্বারস্থ হবে।
রাজা রঘুবংশীর বড় ভাই বিপিন রঘুবংশী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'আমার ভাইয়ের হত্যার পিছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। সোনম এবং কুশওয়াহার নারকো টেস্ট এ সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারে। তাই, আমরা শীঘ্রই মেঘালয় হাইকোর্টে উভয় অভিযুক্তের নারকো টেস্টের জন্য একটি আবেদন দায়ের করব।' তাঁদের সন্দেহ, ত্রিকোণ প্রেম ছাড়াও, তাঁর ভাইকে প্রাণে মেরে দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্য আছে। সম্ভবত বড় আর্থিক মুনাফা করাও তাদের উদ্দেশ্য হতে পারে।
অনেক অমীমাংসিত রহস্য উদ্ঘাটন করতে নারকো টেস্ট করা হয়। এটি ট্রুথ সিরাম নামেও পরিচিত। অপরাধের তথ্য জানতে আদালতের অনুমতি নিয়ে পুলিশ বা কোনও তদন্তকারী সংস্থা বিশেষজ্ঞদের সাহায্য় নিয়ে এই পরীক্ষাটি করে থাকেন। এই পরীক্ষায় অভিযুক্তির শরীরে বিশেষ ধরনের একটি ওষুধ প্রবেশ করানো হয়। তাতে তিনি পুরোপুরি চেতনায় থাকেন না। এমন এক অবস্থায় থাকেন,তাতে মস্তিষ্ক ক্ষিপ্রভাবে কাজ করে না। তখন অনিচ্ছা সত্ত্বেও সব সত্যি বলে ফেলেন অভিযুক্তরা।
মে মাসের শেষের দিকে রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর সঙ্গে মধুচন্দ্রিমার জন্য মেঘালয় যান। অসমে দেবী কামাখ্যার দর্শন করে তাঁরা যান মেঘালয়ে। সেখানে একটি স্কুটি ভাড়া নিয়ে তাঁরা ঘোরাফেরা করেন। কিন্তু ১৩ মে থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সঙ্গে তাঁদের আর কোনও যোগাযোগ হয়নি। ২ জুন রাজার মৃতদেহ পাওয়া যায়, তখনও কেউ জানতেন না , কোথায় সোনম। পরিবার আশঙ্কা করে, সোনম বাংলাদেশে পাচার হয়ে যাননি তো? কিন্তু এই সোনমের বিরুদ্ধে যে এতবড় অভিযোগ উঠবে , ভাবেননি কেউই।
মেঘালয় পুলিশের বিশেষ তদন্ত দল (SIT) রাজা রঘুবংশীর হত্যা মামলাটি বিস্তারিতভাবে তদন্ত করছে। পুলিশ জানিয়েছে যে তদন্তের সময় তারা জানতে পেরেছে যে সোনম তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে মিলে রাজাকে হত্যা করে। এতে আরও কিছু লোকের সাহায্যও নেয়। এখন সবাই পুলিশ হেফাজতে রয়েছে। রাজার পরিবারের দাবি, ত্রিকোণ প্রেম নয়, আরও কিছু কারণ আছে এই হত্যার পিছনে। সেই কারণ এখনও অপ্রকাশিত, তাই তারা সোনম এবং রাজের নারকো টেস্ট চায়।






















