জেলবন্দি শিবকুমারকে দেখতে তিহাড়ে সনিয়া গাঁধী, দিলেন সমর্থন
সনিয়া এদিন শিবকুমারকে আশ্বস্ত করে জানান, গোটা দল তাঁর পাশে আছে।
নয়াদিল্লি: কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে দেখতে বুধবার সকালে তিহাড় জেলে গেলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। আর্থিক তছরুপ মামলায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন শিবকুমার। সূত্রের খবর, সনিয়ার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক অম্বিকা সোনি। সূত্রের খবর, সনিয়া এদিন শিবকুমারকে আশ্বস্ত করে জানান, গোটা দল তাঁর পাশে আছে। এটা একটা রাজনৈতিক মামলা এবং বিরোধী নেতাদের এইভাবেই টার্গেট করা হয়ে থাকে। কর্নাটকের সাতবারের বিধায়ক শিবকুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপ রোধ আইনের আওতায় অভিযোগ আনা হয়। একইভাবে, অভিযুক্ত হন নয়াদিল্লিতে কর্নাটক ভবনের কর্মী হনুমন্থায়া। কর ফাঁকি ও কোটি কোটি টাকার হাওয়ালা লেনদেনের অভিযোগে গত বছর বিশেষ আদালতে শিবকুমার ও হনুমন্থায়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে আয়কর দফতর। সেই ভিত্তিতে মামলা দায়ের হয়। এর আগে, গত সোমবার তিহাড় জেলে গিয়ে শিবকুমারের সঙ্গে দেখা করেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।