এক্সপ্লোর
সোনুর ছেলের ছবি এঁকে ভালবাসা অনুরাগীর, দেখা করব জানালেন অভিনেতা
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দেশ এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচে এবং নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন।
![সোনুর ছেলের ছবি এঁকে ভালবাসা অনুরাগীর, দেখা করব জানালেন অভিনেতা sonu sood fan make a sketch actor son eshaan, will meet soon, said actor সোনুর ছেলের ছবি এঁকে ভালবাসা অনুরাগীর, দেখা করব জানালেন অভিনেতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/06132939/sonu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনা পর্বে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে কোনও ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। পর্দার খলনায়ক হয়ে উঠেছেন বাস্তবের নায়ক সোনি সুদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালবাসা জানিয়েছেন সাধারণ মানুষ। এবার প্রিয় অভিনেতার ছেলে ঈশান সুদের ছবি এঁকে তাঁকে ভালবাসা জানালেন এক তরুণ। সেই ছবি নিজেই পোস্ট করেছেন সোনু সুদ। ওই ব্যক্তির নাম জি ভরদ্বাজ।
ট্যুইটারে ছবি পোস্ট করে ওই ব্যক্তি লিখেছেন, হিরোর হিরো সোনু সুদ। স্যর আমি আপনার সঙ্গে দেখা করে ছবি দিতে চাই। জানতে চাই আর কীভাবে নিজের আঁকা উন্নতি করব। জি ভরদ্বাজের পোস্ট শেয়ার করেন সোনু। তিনি লিখেছেন, এই আঁকাটা দারুণ। আমি খুব তাড়াতাড়ি দেখা করব।
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দেশ এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচে এবং নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার এখনও নিরসন হয়নি। সোনু এখনও নানা সামাজিক কাজ করে চলেছেন। পড়ুয়াদের স্বপ্ন গড়ে দিচ্ছেন পড়াশুনার সুযোগ করে দিয়েছেন তিনি।
প্রতিদিন প্রায় হাজার হাজার ইমেইল, মেসেজ আসে সোনু সুদের কাছে। যা মূলত পরিযায়ী শ্রমিক বা অসহায় মানুষদের। প্রতিদিন সব মেসেজ পড়ে উঠতে পারেন না অভিনেতা। তার মধ্যে বেছে বেছে কিছু মেসেজ দেখার চেষ্টা করেন তিনি। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাস্তবের নায়ক। ওই মেসেজে সমাজের অসহায় মানুষ মূলত নিজেদের যন্ত্রণার কথা তাঁরা ভাগ করে নেন সোনুর সঙ্গে। নিজের সাধ্যমতো তাঁদের পাশে থেকেছেন অভিনেতা। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর তরফ সোনুকে এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার সেই অভিনেতার ছেলের ছবি এঁকে তাঁকে উপহার দিলেন এক ব্যক্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)