Sudan Flight Crash: আকাশে উড়তেই আচমকা ভাঙল বিমান, ১ ভারতীয়-সহ মৃত ২০
Plane Crash News: টেকঅফের পরই আচমকা ভেঙে পড়ল বিমান। বিমানে থাকা ২১ জনের মধ্যে ২০ জনেরই মৃত্যু।

নয়া দিল্লি: দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১ ভারতীয়-সহ মৃত ২০। টেকঅফের ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। দক্ষিণ সুদানের জুবার উদ্দেশে রওনা দিয়েছিল বিমান। তেল সংস্থার ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে রওনা দিয়েছিল বিমান। টেকঅফের পরই আচমকা ভেঙে পড়ল বিমান। বিমানে থাকা ২১ জনের মধ্যে ২০ জনেরই মৃত্যু।
রেডিও মিরায়া জানায়, এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি এবং তথ্যমন্ত্রী মাইকেল মাকুই তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে, রাজধানী জুবা থেকে ইয়ারোল শহরে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি হয়েছে।
এর আগে ২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে ওড়ার পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।
ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল রয়টার্সকে জানিয়েছেন, বুধবার সকালে রাজধানী জুবা যাওয়ার সময় ইউনিটি স্টেটের তেলক্ষেত্র বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। তিনি আরও জানান, নিহত যাত্রীরা গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) তেল শ্রমিক ছিলেন। যা চিনের ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন ও রাষ্ট্রীয় মালিকানাধীন নীল পেট্রোলিয়াম করপোরেশনের একটি কনসোর্টিয়াম ছিল।
তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল জানান, নিহতদের মধ্যে দুজন চিনা নাগরিক ও একজন ভারতীয় ছিলেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য দেননি। আরেকটি প্রতিবেদনে প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১৮ জন বলে জানানো হয়। কিন্তু তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















