Accident News: ফ্লাইওভারে বিভীষিকা! পিছন থেকে গাড়ির ধাক্কা, ছিটকে নিচে পড়ে মৃত স্কুটারের যাত্রী
Scooter Accident: প্রাথমিক তদন্ত অনুসারে, পিছনের একজন আরোহী পরিবারের কাছ থেকে ভিডিও কল পাওয়ার পর স্কুটারটি ফ্লাইওভারে থামানো হয়েছিল।

নয়া দিল্লি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর। ফ্লাইওভারে দ্রুত গতিতে থাকা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে একটি স্কুটারকে। ভয়াবহ এই দুর্ঘটনার সময় গাড়ির ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে যায় ২৩ বছর বয়সি যুবক। নিচে পড়ে তৎক্ষণাত মৃত্যু হয়, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় গাড়িতে থাকা যাত্রীরাও আহত হয়েছে বলে খবর।
শনিবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি একটি স্কুটারে চড়ে ফিরছিলেন। সঙ্গী ছিলেন আরেকজন। দুজনেই দিল্লির পালাম কলোনির বাসিন্দা। তারা দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে একটি ক্রিকেট ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। প্রাথমিক তদন্ত অনুসারে, পিছনের একজন আরোহী পরিবারের কাছ থেকে ভিডিও কল পাওয়ার পর স্কুটারটি ফ্লাইওভারে থামানো হয়েছিল। সেই সময়ই পিছন থেকে সজোরে ধাক্কা মারে আরেকটি গাড়ি। ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, "তিনজন যখন ফোন ধরতে থামলেন, তখন একটি দ্রুতগামী সাদা গাড়ি তাদের দাঁড়িয়ে থাকা দুই চাকার গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তাদের একজন ফ্লাইওভার থেকে পড়ে যায়, যার ফলে তিনি মারাত্মক আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়"। দুর্ঘটনায় অন্য দুজন আহত হয়েছেন এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে। দুজনেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এ শহরেও একাধিক দুর্ঘটনা
কলকাতায় ফের বাস দুর্ঘটনা। পার্ক স্ট্রিটে রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ল সরকারি বাস। হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল E-1. বাসে জনা কুড়ি যাত্রী ছিলেন। সকাল পৌনে ১১টা নাগাদ পার্ক স্ট্রিটে ইস্পাত ভবনের সামনে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাস। রেলিং ভেঙে বাসের একদিকের চাকা ডিভাইডারের ওপর উঠে যায়। ৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। বাসের ট্রাই রড ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাস দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। সরকারি বাসের রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক হয়? পরীক্ষা না করেই যাত্রী নিয়ে বেরিয়েছিল সরকারি বাস? উঠছে প্রশ্ন।






















