এক্সপ্লোর
বালেশ্বর থেকে ফেরার পথে পাঁশকুড়ায় দুর্ঘটনা, নিহত ২

পাঁশকুড়া: ওড়িশার বালেশ্বর থেকে ফেরার পথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিহত ২, আহত আরও ২ জন। পুলিশ সূত্রে খবর, হাওড়ার সাঁতরাগাছি থেকে ১০ জন তিনটি গাড়িতে চড়ে ওড়িশার বালেশ্বরে যান। ফেরার পথে গতকাল রাত দুটো নাগাদ একটি গাড়ি পাঁশকুড়া মেচো গ্রাম উড়ালপুলের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গাড়িচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। মৃত চালক আশিস জানার বাড়ি সাঁকরাইলে। মৃত যাত্রী আশু চক্রবর্তী সাঁতরাগাছির বাসিন্দা। আরও দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















