(Source: ECI/ABP News/ABP Majha)
গৃহবধূকে একাধিকবার ‘ধর্ষণ’, স্বামী-সন্তানদের ‘খুনের হুমকি’, ধৃত প্রতিবেশী
দক্ষিণ ২৪ পরগনা: মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। কাউকে জানালে স্বামী-সন্তানদের খুনের হুমকি। শেষমেশ সাহসে ভর করে মুখ খুললেন মহিলা। গ্রেফতার হল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাবুরমহল এলাকায়। গৃহবধূর অভিযোগ, দিন কুড়ি আগে বিকেলে স্বামী কাজে চলে যাওয়ার পর জোর করে ঘরে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক দেবব্রত বাজ খাঁ। মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে। তিনি বলেন, কয়েকদিন আগে বাজার করতে যাই। যুবকের মনোহরী দোকান আছে। দেখতে পেয়ে কুপ্রস্তাব দেয়। চড় মারি। ছোট ঘটনা বলে স্বামীকে বলিনি। শুধু তাই নয়, মুখ খুললে স্বামী-সন্তানদের খুনের হুমকি দেওয়া বলেও অভিযোগ। বছর ৩০-এর ওই মহিলার দাবি, ভয়ে কাউকে কিছু না বলায় চলতে থাকে ধর্ষণ। শেষমেশ সোমবার স্বামীকে সব জানান তিনি। অভিযোগকারিণীর স্বামী জানান, জেনে ফেলার পর তাঁকেও হুমকি দেয়। দোষীর শাস্তির দাবি করেন তিনি। বুধবার কুলপি থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বৃহস্পতিবার ধৃতকে তোলা হবে আদালতে।