এক্সপ্লোর
বিবাহ-বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে মহিলার ওপর অ্যাসিড হামলা

মেদিনীপুর: রাজ্যে ফের অ্যাসিড হামলা। ফের সেই ঘাটাল।গুরুতর জখম অবস্থায় এসএসকেএম-এ চিকিত্সা চলছে আক্রান্ত মহিলার। পলাতক অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, ঘাটালের নিমপোতা গ্রামের বছর ৩০-এর এক বিবাহ বিচ্ছিন্ন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্থানীয় যুবক ঝন্টু দোলুই। প্রতিবেশীদের অভিযোগ, বিবাহিত ঝণ্টু কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ সে যায় ওই বিবাহ বিচ্ছিন্ন মহিলার বাড়িতে। কোনও বিষয়ে দু’জনের তর্কাতর্কি শুরু হয়। তারই মধ্যে মহিলাকে লক্ষ্য করে ঝণ্টু অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। আক্রান্ত মহিলাকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে এসএসকেএম। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। তদন্তকারীরা জানতে পেরেছে, অভিযুক্ত যুবক কটকে সোনার গয়না তৈরির কাজ করে। পুলিশের অনুমান, ঘটনার পর সেখানে গা ঢাকা দিয়েছে সে। এবিষয়ে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগে গত ১৪ জুন এক কলেজ ছাত্রীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এলাকার খাকুড়দায়। অভিযোগ, কলেজ থেকে ফেরার সময় বিএ, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর ওপর অ্যাসিড হামলা চালায় তাঁর প্রাক্তন প্রেমিক। এবার অ্যাসিড হামলার অভিযোগ, ঘাটাল মহকুমা এলাকারই নিমপোতায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















